10,000mAh ব্যাটারি ও অসাধারণ ডিসপ্লে সহ লঞ্চ হল দুটি Redmi Pad, জেনে নিন দাম

Xiaomi ভারতে আজ তাদের দুটি নতুন ট্যাবলেট Redmi Pad Pro 5G এবং Redmi Pad SE 4G লঞ্চ করেছে। জানিয়ে রাখি ইতিমধ্যে চীনে Redmi Pad Pro 5G লঞ্চ করা হয়েছে এবং অন্য ডিভাইসটি এই বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ করা Redmi Pad SE এর 4G ভার্সন হিসাবে পেশ করা হয়েছে। এই দুটি ট্যাবলেট আলাদা আলাদা দাম এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Pad Pro 5G এবং Redmi Pad SE 4G ট্যাবলেটের স্পেসিফিকেশন সম্পর্কে।

Redmi Pad Pro 5G এবং Redmi Pad SE 4G এর দাম

  • Redmi Pad Pro সিরিজ ওয়াই-ফাই এবং 5জি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ওয়াই-ফাই অনলি মডেল 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ 21,999 টাকা দামে বাজারে আনা হয়েছে।
  • Redmi Pad Pro 5G ট্যাবলেটের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ দ্বিতীয় ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 26,999 টাকা।
  • এই ডিভাইসের দামে ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজারদের 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
  • 2 আগস্ট দুপুর 12টায় এই ট্যাবটির সেল mi.com, Flipkart, Amazon India এবং Xiaomi রিটেইল স্টোরগুলির মাধ্যমে শুরু হবে।
  • Redmi Pad SE 4G ট্যাবলেটের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা এবং 4GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা রাখা হয়েছে। এই ট্যাবলেটের কভার 999 টাকা দামে পাওয়া যাবে।
  • একই সঙ্গে Xiaomi এর পক্ষ থেকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজারদের এই ডিভাইসের দামে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।
  • 8 আগস্ট দুপুর 12টা থেকে Flipkart, mi.com এবং Xiaomi রিটেইল স্টোরের মাধ্যমে Redmi Pad SE 4G ট্যাবলেটের সেল শুরু হবে।
  • Redmi Pad Pro ট্যাবলেটের সঙ্গে 3,999 টাকা দাম দিয়ে Redmi Smart Pen এবং কীবোর্ড কেনা যাবে। Redmi Pad Pro ট্যাবলেটের কভারের দাম 1,499 টাকা রাখা হয়েছে।
  • Redmi Pad Pro 5G ট্যাবলেটটি গ্রাফাইট গ্রে এবং কুইক সিলভার কালার অপশনে সেল করা হবে। তবে এর 5G ভেরিয়েন্ট মিস্ট ব্লু এবং গ্রাফাইট গ্রে কালারে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Redmi Pad SE 4G ট্যাবলেটটি ফরেস্ট গ্রিন, আর্বান গ্রে এবং ওসিয়ান ব্লু কালার অপশনে সেল করা হবে।

Redmi Pad Pro 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi Pad Pro 5G ট্যাবলেটে 12.1 ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 600 নিটস পীক ব্রাইটনেস, 180Hz টাচ স‍্যাম্পেলিং রেট, ডলবি ভিশন এবং কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর/স্টোরেজ: এই ট্যাবলেটটিতে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট যোগ করা হয়েছে। Redmi Pad Pro 5G ট্যাবলেটে অ্যাড্রিনো 710 GPU, 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ট্যাবলেটের স্টোরেজ 1.5TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা/ওএস: Redmi Pad Pro 5G ট্যাবলেটের ব্যাক এবং ফ্রন্ট উভয় প্যানেলে 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি Android 14 এবং Xiaomi HyperOS সহ কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi ট্যাবলেটে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi Pad Pro 5G ট্যাবলেটে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি হেডফোন জ্যাক, কোয়াড স্পিকার এবং ডলবি অ্যাটমস এর মতো ফিচার যোগ করা হয়েছে।

Redmi Pad SE 4G এর স্পেসিফিকেশন

Redmi Pad SE 4G ট্যাবলেটে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 8.7 ইঞ্চির HD LCD ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটটিতে MediaTek Helio G99 চিপসেট এবং 4GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। একইসঙ্গে এতে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে।

নতুন রেডমি 4G ট্যাবলেটে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi Pad SE 4G ট্যাবলেটটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,650mAh ব্যাটারি রয়েছে। এই ট্যাবলেটটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করে। Redmi Pad SE 4G ট্যাবলেটটিতে 3.5 মিমি হেডফোন জ্যাক, টর্ক 5.4, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ডলবি অ্যাটমস এর মতো ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here