25GB ডেটা, 30 দিনের ভ‍্যালিডিটি এবং ফ্রি কলিঙের নতুন রিচার্জে সহ Jio-এর সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতায় নামল Airtel

নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি এয়ারটেল নিজের ইউজারদের জন্য একাধিক অসাধারণ প্রিপেইড প্ল‍্যান (Airtel Recharge) পেশ করতে থাকে। এমতাবস্থায় কোম্পানি আজকে নিজের সাইটে এমন দুটি প্ল‍্যান পেশ করেছে, যার ফলে গ্রাহকদের সমস্যা‌র সমাধান হয়ে গেছে। আসলে কোম্পানি 1 মাস ভ‍্যালিডিটি (Airtel Rs 319) এবং 30 দিন ভ‍্যালিডিটি (Airtel Rs 296)-এয দুটি নতুন রিচার্জ (Recharge Plan) লঞ্চ করেছে। এই নতুন প্ল‍্যানের মাধ্যমে গ্রাহকরা 28 দিন ভ‍্যালিডিটি‌র রিচার্জে‌র থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আপনি যদি প্রত‍্যেক মাসে রিচার্জ করান তাহলে এয়ারটেলের এই সস্তা রিচার্জের সম্পর্কে জেনে নিন। এয়ারটেলের এই প্ল‍্যানটির সাথে Reliance Jio-এর 296 টাকার প্ল‍্যানের‌ কড়া প্রতিযোগিতা হতে চলেছে, জিওর এই প্ল‍্যানে প্রায় এইরকম‌ই সুবিধা পাওয়া যায়।

30 দিনের ভ‍্যালিডিটি এবং 25GB ডেটা

এয়ারটেলের 296 টাকার প্ল‍্যানটি কোম্পানির একমাত্র প্ল‍্যান, যেটির ভ‍্যালিডিটি 30 দিন। কোম্পানি এই প্ল‍্যানটিকে ট্রুলি আনলিমিটেড প্ল‍্যান ক‍্যাটাগোরিতে লিস্টেড করেছে। এই রিচার্জে কোম্পানি 25GB ডেটা প্রদান করে। এই প্ল‍্যানের‌ আকর্ষণীয় দিকটি হলো এই প্ল‍্যানের 25জিবি ডেটা একদিনেই ব‍্যবহার করা যাবে। অর্থাৎ প্রতিদিন খরচ করা ডেটার কোনো লিমিট নেই।

airtel rs 319 prepaid recharge plan with 31 days validity 2gb daily data free call

ফ্রি কলিং এবং এস‌এম‌এস

এয়ারটেলের এই ফ্রি কলিং এবং নো ডেলি ডেটা লিমিটের প্ল‍্যানে যেকোনো নেট‌ওয়ার্কে ফ্রি কলিং করা যাবে। এছাড়া এই রিচার্জে প্রতিদিন 100 SMS পাওয়া যাবে, এস‌এম‌এস যেকোনো নাম্বারে পাঠানো যাবে। এছাড়া এই প্ল‍্যানে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে আর‌ও অনেক সুবিধা‌ও পাওয়া যাবে।

এই প্ল‍্যানে 30 দিনের জন্য Amazon Prime Video-এর অ্যাক্সেস‌, 3 মাসের জন্য Apollo 24/7 Circle-এর সুবিধা, আনলিমিটেড ডাউনলোড সহ Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন, FAStag রিচার্জে 100 টাকার ক‍্যাশব‍্যাক, Shaw Academy এর একবছরের ফ্রি সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড চেঞ্জের সাথে ফ্রি Hellotunes-এর সুবিধা পাওয়া যাবে।

365 days bsnl cheapest recharge plan unlimited calling data sms

এয়ারটেল মান্থলি প্ল‍্যান

রিলায়েন্স জিওর মতো এয়ারটেল‌‌ও 319 টাকার 1 মাসের প্ল‍্যান পেশ করেছে। এয়ারটেলের এই রিচার্জে প্রতিদিন 2GB ডেটা, 100 SMS, আনলিমিটেড কলিঙের সুবিধা পাওয়া যাবে। এছাড়া এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 30 দিন অথবা 31 দিনের মাস হলেও সম্পূর্ণ 1 মাসের ভ‍্যালিডিটি পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here