সাবধান! সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন চুরির নয় তো? কীভাবে জানবেন, জেনে নিন পদ্ধতি

অনেকেই iPhone এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করে তবে দামের কারণে অনেকেরই ইচ্ছেটা পূরণ করা হয় না। যারা দামের কারণে iPhone কিনতে পারেন না তারা অনেক সময় সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনে সাধ মেটান, যা কম দামে পাওয়া যায়। কিন্তু এই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার আগে দেখে নেওয়া দরকার সেটি চুরি করা ফোন কি না। এটি কীভাবে বুঝবেন সেই পদ্ধতিটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: দুটি ফোনে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, জেনে নিন পদ্ধতি

এইভাবে চেক করুন ফোনটি চুরি করা কি না

IMEI নম্বর জানুন

যেকোনো মোবাইল ফোনের প্রথম এবং নিশ্চিত পরিচয় হল ফোনের IMEI নম্বর। ধরে নিন এটা মোবাইলের আধার কার্ড। প্রথমে আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোনটি কিনতে চান তার IMEI নম্বর চেক করুন। এই জন্য

1) আপনি যেই সেকেন্ড হ্যান্ড ফোনটি কিনতে চলেছেন তার ডায়াল প্যাডটি খুলুন।

2) তারপর *#06# টাইপ করুন এবং কল বাটন প্রেস করুন।

3) নম্বরটি ডায়াল করার সাথে সাথেই স্ক্রিনে IMEI নম্বর চলে আসবে। এটি নোট করুন।

4) মোবাইলটি যদি ডুয়াল সিম হয় তাহলে আপনাকে উভয় সিমের নম্বর দেখানো হবে। সেগুলো লিখে রাখুন।

ফোনটি চুরি হওয়া ফোন কি না এভাবে জানতে পারবেন

5) তারপর আপনার ফোনে Central Equipment Identity Register ওয়েবসাইট খুলতে হবে।

এই ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন

6) হোমপেজে মেনু ট্যাবে Application অপশনটি আসবে, সেটিতে ক্লিক করুন।

7) এখানে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে IMEI Verification খুলুন।

8) অথেনটিকেশনের জন্য আপনার মোবাইল নম্বর লিখুন।

9) আপনার মোবাইল নম্বরে OTP পাঠানো হবে, সেটি ভেরিফাই করুন।

10) OTP ভেরিফিকেশনের পরে, আপনাকে IMEI নম্বর লিখতে বলা হবে।

11) এখানে আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের IMEI নম্বর টাইপ করুন। (আপনি আগে যে নম্বরটি উল্লেখ করেছেন)

12) সঠিক EMEI নম্বর লিখুন এবং চেক বাটনটি ক্লিক করুন। আপনার সেকেন্ড হ্যান্ড ফোনের সমস্ত ডিটেইলস সামনে চলে আসবে৷

যদি ডিটেইলসের মধ্যে নিম্নলিখিত কোন একটি লেখা আসে তাহলে আপনার সেই ফোন কেনা উচিত নয়।

  • Black Listed
  • Duplicate
  • Already in Use

Black Listed, Duplicate, Already in Use থাকার মানে আপনি যেই সেকেন্ড হ্যান্ড মোবাইলটি কেনার কথা ভাবছেন সেটি আগেও কিছু অবৈধ কার্যকলাপে জড়িত ছিল। সেই ফোনের সাথে সম্পর্কিত একটি বেআইনি রিপোর্ট পুলিশের কাছে দায়ের করা হয়ে থাকতে পারে বা কেউ ইতিমধ্যে সেই ফোন চুরির বিষয়ে অভিযোগ করে থাকতে পারে। আরও পড়ুন: SBI গ্রাহকরা SMS এবং মিসড কলের মাধ্যমে মুহূর্তের মধ্যে জানতে পারবেন ব্যালেন্স, জেনে নিন পদ্ধতি

সঞ্চার সাথী পোর্টাল কি?

কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রক (DoT) Sanchar Saathi Portal লঞ্চ করেছে। এই পোর্টালে সাধারণ জনগণের জন্য মোবাইল ফোন সম্পর্কিত সুবিধাগুলি পাঠানো হচ্ছে। সেকেন্ড হ্যান্ড ফোনটি চুরি হয়েছে কিনা সেটা খুঁজে বের করা ছাড়াও সঞ্চার সাথী পোর্টালে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ দায়ের এবং ট্র্যাক করা যেতে পারে। এর সাথে আপনার আইডিতে কয়টি নম্বর এক্টিভ আছে সেটাও এই পোর্টাল থেকে জানা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here