Free তে করুন Jio তে নাম্বার পোর্ট, জেনে নিন 2টি সবচেয়ে সহজ পদ্ধতি

মোবাইল নাম্বার পোর্ট (MNP) করানোর জন্য আগে অনেক অসুবিধা‌র সম্মুখীন হতে হত। কিন্তু এখন এটি আপনি ঘরে বসেই করতে পারবেন‌। আবার কিছু দিন আগেই ট্রাইয়ের জারি করা নতুন আদেশ অনুযায়ী আপনি ব‍্যালেন্স ছাড়াও নিজের ফোন থেকে মোবাইল নাম্বার পোর্ট করার ম‍্যাসেজ পাঠাতে পারবেন, যার জন্য আগে আপনার ফোনে SMS প‍্যাক অথবা ব‍্যালেন্স একান্ত‌ই জরুরী ছিল। যদি আপনিও ইন্ডিয়ান টেলিকম জগতে রাজ করা Reliance Jio তে নিজের নাম্বার পোর্ট করার কথা ভাবছেন তার জন্য আপনাকে আমরা এই আর্টিকেলে পোর্ট করার জন্য সবচেয়ে সহজ উপায় বলতে চলেছি।

আরও পড়ুন: ইন্ডিয়াতে 50 হাজার কোটি টাকার বাজেট পার করতে চলেছে Online Gaming এর বাজার! কতটা প্রভাব পড়তে চলেছে আপনার পরিবারে? জেনে নিন ডিটেইলস

Jio Number Port

আপনাকে বলে দিই যে নাম্বার পোর্ট করার প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা নিজের কোম্পানি বদল করে খুব সহজেই জিওর সার্ভিস উপভোগ করতে পারবে। আবার এখন নতুন প্রসেসে ডিজিটাল মোডের মাধ্যমে KYC আপডেট‌ও করা যাবে। এর জন্য আপনার কোন রকমের ফিজিক্যাল ডকুমেন্টের প্রয়োজন হবে না। আসুন জেনে নিই কিভাবে যেকোনো কোম্পানি থেকে জিওতে নাম্বার পোর্ট করবেন।

1. SMS এর মাধ্যমে করুন নাম্বার পোর্ট

  • পোর্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজের ফোন থেকে 1900 তে একটি SMS পাঠাতে হবে।
  • এই ম‍্যাসেজটিতে PORT লেখার পরে স্পেস দিয়ে নিজের ফোন নাম্বার এন্টার করতে হবে।
  • SMS পাঠানোর কিছুক্ষন পরে আপনার ফোনে একটি ইউনিক পোর্টিং কোড আসবে।
  • এই কোডটিকে নিয়ে আপনার নিকটবর্তী জিও স্টোরে যেতে হবে।
  • স্টোরে আপনার থেকে আধার কার্ড এবং ইউনিক কোড চাওয়া হবে, তারপরে স্টোর অপারেটর আপনাকে নতুন একটি সিম কার্ড দেবে।
  • পোর্ট ফিস দেওয়ার পরে কিছু দিনের মধ্যেই আপনার জিওতে পোর্ট হয়ে যাবে।

আরও পড়ুন BSNL এর Rs 247 নাকি Jio এর Rs 249, জেনে নিন কোন প্ল‍্যানটি বেস্ট এবং কেনো?

2. অনলাইন এই পদ্ধতির মাধ্যমে পোর্ট করুন

  • SMS ছাড়া আপনি কোম্পানির ওয়েবসাইট (jio.com) এ গিয়েও পোর্ট করতে পারবেন।
  • সর্বপ্রথম আপনাকে https://www.jio.com/en-in/jio-postpaid-home-delivery-book-appointment.html ওয়েবসাইটে যেতে হবে।
  • এখানে আপনাকে নিজের ফোন নাম্বার এন্টার করে Generate OTP বাটনে ট‍্যাপ করতে হবে। আপনার মোবাইল নাম্বারে টেক্সট ফর্মে OTP পাঠানো হবে।
  • ফোনে আসা ওটিপি এন্টার করতে হবে।
  • এরপরে একটি নতুন স্ক্রিনে আপনার থেকে আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হবে। এখানে আপনাকে নিজের বাড়ির ঠিকানা, পিন নাম্বার, ফ্ল‍্যাট/হাউস নাম্বার এবং ল‍্যান্ডমার্কের মতো ডিটেইল দিতে হবে।
  • এখন Confirm এ ক্লিক করুন এবং SIM ডেলিভারি রিকোয়েস্ট করার জন্য সাবমিট বাটনে ট‍্যাপ করুন।
  • এই প্রক্রিয়া গুলি সম্পূর্ণ হ‌ওয়ার পরে আর‌ও একটি OTP আপনার ফোনে আসবে, যেটিকে জিও এগজিকিউটিভের সাথে শেয়ার করতে হবে।
  • এই প্রক্রিয়া গুলি সম্পূর্ণ হ‌ওয়ার পরে আপনাকে ম‍্যাসেজ করে ইউনিক কোড জেনারেট করতে হবে। ইউনিক কোড জেনারেট করার পদ্ধতি উপরে বলা হয়েছে।

Note: মনে রাখবেন পোস্টপেইড গ্ৰাহকদের তাদের নাম্বার পোর্ট করার আগে বর্তমান অপারেটরের সমস্ত বিল ক্লিয়ার করতে হবে। অন‍্যদিকে প্রিপেইড গ্ৰাহকদের ক্ষেত্রে পোর্ট করার পর উপস্থিত ব‍্যালেন্স জিও নেটওয়ার্কে শিফট হবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here