গত মাসে ইনফিনিক্স টেক মার্কেটে তাদের ‘নোট 10’ সিরিজ লঞ্চ করে Infinix Note 10 এবং Infinix Note 10 Pro নামের দুটি সুন্দর স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন পেশ করেছে। গ্লোবাল মার্কেটের পর এবার ফোনদুটি ভারতে আসতে চলেছে। ইনফিনিক্স ইন্ডিয়া ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 7 জুন ভারতে Infinix Note 10 সিরিজ ভারতের মার্কেটে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে ভারতে Infinix Note 10 এবং Infinix Note 10 Pro উভয় স্মার্টফোন পেশ করা হবে।
Infinix Note 10 সিরিজ ভারতে লঞ্চ ও সেল
কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ‘Infinix Note 10’ সিরিজের ভারতে লঞ্চের কথা জানিয়েছে। ভিডিও টীজার জারি করে কোম্পানি বুঝিয়ে দিয়েছে আগামী 7 জুন ইনফিনিক্স ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই দেশের মার্কেটে ‘Infinix Note 10’ সিরিজ পা রাখবে। লঞ্চ ডেটের পাশাপাশি কোম্পানি আরও জানিয়েছে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই Infinix Note 10 সিরিজের ফোনগুলি সেল করা হবে।
Do you have what it takes to #OutplayTheRest? Something noteworthy coming up. Stay tuned. ?⚡ pic.twitter.com/ocz2gf8Vsh
— InfinixIndia (@InfinixIndia) June 1, 2021
Infinix Note 10 এর স্পেসিফিকেশন
ইন্ফিনিক্স নোট 10 ফোনটিতে 1080×2460 পিক্সেল রেজিউলেশনের 6.95 ইঞ্চির ফুলএইচডি + পাঞ্চহোল ডিসপ্লে সাপোর্ট করে যার মধ্যে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট দেওয়া আছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত এক্সওএস 7.6 এ লঞ্চ হয়েছে যার মধ্যে প্রসেসিং এর জন্য অক্টাকোর প্রসেসর এর সাথে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিয়ো জী85 চিপসেট থাকছে। এইভাবেই গ্রাফিক্স এর জন্য এই ফোনে মালী জী56 জীপীইউ সাপোর্ট করে। এই ফোনেও ডুয়াল 4জী ভোএলটিই সাপোর্ট করে।
Infinix Note 10 এ ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া আছে যার মধ্যে এলইডি ফ্ল্যাশের সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সাথেই এই ফোনে 2মেগাপিক্সেলের পোট্রেট লেন্স আর 2মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সাপোর্ট করে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। সিকিউরিটি এর জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনিক এর 5,000 এমএএইচ এর ব্যাটারী সাপোর্ট করে।
Infinix Note 10 Pro এর স্পেসিফিকেশন
ইন্ফিনিক্স নোট 10 প্রো এর কথা আগে বলা হলে এই মোবাইল ফোনটি 110080×2460 পিক্সেল রেজিউলেশনের 6.95 ইঞ্চির ফুল এইচডি + পাঞ্চহোল ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হয়েছে যা এক্সওএস 7.6 এর সাথে অক্টাকোর প্রসেসর এবং 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিয়ো জি95 চিপসেটে কাজ করে। আবার গ্রাফিক্স এর জন্য এই ফোনে মালী জি76 জিপিইউ দেওয়া আছে। এই ফোনটি ডুয়াল 4জী ভোএলটিই সাপোর্ট করে।
ফোটোগ্রাফির জন্য Infinix Note 10 Pro কোয়াড রিয়ার ক্যামেরা সাপোর্ট করে যার মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের পোট্রেট লেন্স আর 2মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেওয়া আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। সিকিউরিটি এর জন্য সাইড মাউন্টেড সেন্সর আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকের 5,000 এমএএইচ এর ব্যাটারী দেওয়া আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন