ভারতে স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলির মাঝে বহুদিন ধরে কম্পিটিশন। কোম্পানি গুলি আলাদা আলাদা সেগ্মেন্টে গ্রাহকদের টার্গেট করে স্মার্টফোন লঞ্চ করতে থাকে। এরকম অবস্থায় প্রত্যেক প্রাইস সেগ্মেন্টে আলাদা আলাদা কোম্পানি গুলি গ্রাহকদের পছন্দ। যদি কথা বলা হয় 6000 টাকা পর্যন্ত দামের স্মার্টফোনের তাহলে এই সেগ্মেন্টে ইন্ডিয়ান মার্কেটে itel গ্রাহকদের প্রথম পছন্দ। রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট এর রিপোর্টে দাবি করা হয়েছে যে 2021 এর দ্বিতীয় তিনমাসে (এপ্রিল থেকে জুন) 6,000 টাকার কম দামে itel নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড। এই পর্যন্ত কোম্পানি সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে। এর সাথেই কোম্পানি বিগত সাত কোয়ার্টার ধরে ফিচার ফোনের মামলায় ইন্ডিয়ান ফোন মার্কেটে লিড বানিয়ে রেখেছে।
itel, #India‘s most trusted smartphone brand, has reinstated its number 1 position for two consecutive quarters of 2021 in the sub-Rs 6,000 price band. pic.twitter.com/OzNFK71c4e
— IANS Tweets (@ians_india) August 6, 2021
টপ 5 স্মার্টফোন ব্র্যান্ডে আছে itel
স্মার্টফোন মেকার কোম্পানি itel ভারতে সব ক্যাটাগোরিতে টপ 5 স্মার্টফোন ব্র্যান্ডে আছে। itel এর স্মার্টফোন পোর্টফোলিওতে 4 হাজার টাকা থেকে 7 হাজার টাকা পর্যন্ত দামে বহু স্মার্টফোন আছে, যা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী পেশ করা হয়েছে। কোম্পানির কাছে প্রত্যেক প্রাইস রেঞ্জে স্মার্টফোন আছে। এর সাথেই itel 2021 এর প্রথম কোয়ার্টারে ভালো গ্রোথ করেছিল।
ফিচার ফোন থেকে শুরু
itel ইন্ডিয়ান ফোন মার্কেটে নিজের বিজনেসের শুরু ফিচার ফোন লঞ্চ করে শুরু করেছিল। যেমন আমরা বলেছি বিগত সাত কোয়ার্টার ধরে কোম্পানি ফিচার ফোনের মামলায় ভারতে নাম্বার 1 রয়েছে। ফিচার ফোনের পরে itel বাজেট স্মার্টফোন মার্কেটে লঞ্চ করেছে। এই স্মার্টফোন কম দামে গ্রাহকদের অসাধারন ডিজাইন আর পারফরম্যান্স অফার করে। ফিচার ফোন থেকে শুরু করখ itel আজকে ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোন, স্মার্ট টিভি আরো বহু স্মার্ট গ্যাজেট লঞ্চ করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন