Home খবর KGF 2 OTT Release : এই OTT প্ল্যাটফর্মে রিলিজ হবে এই ধামাকাদার সিনেমাটি, জেনে নিন কবে এবং কোথায় দেখতে পাবেন

KGF 2 OTT Release : এই OTT প্ল্যাটফর্মে রিলিজ হবে এই ধামাকাদার সিনেমাটি, জেনে নিন কবে এবং কোথায় দেখতে পাবেন

KGF 2 OTT Release Date : দক্ষিণের ব্লকবাস্টার সিনেমা ‘KGF Chapter 2’ মুক্তি পাওয়ার সাথে সাথেই বড় পর্দায় আয়ের রেকর্ড তৈরি করেছে । আপনি যদি সিনেমাহলে গিয়ে সুপারস্টার yash এর এই ছবিটি না দেখে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। সূত্র অনুযায়ী, এই ছবিটি খুব শীঘ্রই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। ছবিটি হিন্দি, কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং তামিল ভাষায় প্রচারিত হবে।

KGF 2 এই OTT-তে স্ট্রিম করা হবে

মিডিয়া সাইট নিউজ 18-এর রিপোর্ট অনুসারে, KGF Chapter 2-এর ডিজিটাল রাইটস OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও কিনেছে। এর মানে হল এই সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হবে।

রিপোর্টে অনুযায়ী ‘KGF Chapter 2’ আগামী 27 মে থেকে Amazon Prime-এ স্ট্রিম করা হবে। তবে এখনও পর্যন্ত ছবিটির ওটিটি রিলিজ সংক্রান্ত অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি। আপনাদের জানিয়ে রাখি যে এই সিনেমাটি 14 এপ্রিল, 2022-এ সিনেমাহলে মুক্তি পেয়েছিল।

আয়ের দিক থেকে ‘বাহুবলী 2’ এর রেকর্ড ভেঙে দিয়েছে KGF 2

আপনাদের জানিয়ে রাখি যে ‘KGF Chapter 2 ‘ রিলিজ হওয়ার সাত দিন পরেও হিন্দিভাষী রাজ্যগুলিতে ব্যাপক সংখ্যক মানুষ সিনেমাটি দেখছেন। বৃহস্পতিবার ছবিটির হিন্দি ভার্সন 2017 সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বাহুবলী 2’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে, যা মুক্তির প্রথম সাত দিনে বক্স অফিসে 246 কোটি টাকা আয় করেছে। ‘KGF 2’ মুক্তির সপ্তম দিনে 250 কোটি আয় করেছে।

RRR ও মুক্তি পাবে OTT প্ল্যাটফর্মে

KGF Chapter 2 ছাড়াও শীঘ্রই ‘RRR’ও OTT-তে আসতে চলেছে। এই ছবিটি একটি নয় দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, RRR সিনেমাটি আঞ্চলিক ভাষায় (তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড়) Zee5 তে স্ট্রিম করা হবে, তবে, এই ছবিটি OTT-তে দেখার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। রিপোর্ট অনুযায়ী, সিনেমাহলে মুক্তির দুই মাস পর, ছবিটি Zee5-এ আসবে অর্থাৎ ছবিটি OTT-তে 25 মে হিন্দি ছাড়া সমস্ত ভাষায় মুক্তি পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন