কিছু দিন আগেই জানা গিয়েছিল যে Oppo 125 ওয়াট চার্জিঙের ফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন জানতে পারা গেছে যে ওপ্পোর সাথে Realme এবং Oneplus ও নিজের ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে 125 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং থাকবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী বছরের প্রথম তিন মাসে Oppo Find X4 লঞ্চ করতে চলেছে এবং এই ফোনে 125 ওয়াটের চার্জিং টেকনোলজি থাকবে। এছাড়া 2022 এর প্রথম তিনমাসে Oppo Reno 8 এবং Oneplus 10 সিরিজের ফোনে আপনি 125 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেখতে পাবেন। এইটুকুই না ওপ্পোর সাব ব্র্যান্ড Realme ও এই প্রতিযোগিতায় যোগ হতে চলেছে। এই কোম্পানিও এমন কিছু ফোন লঞ্চ করতে চলেছে যার মধ্যে 125 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে।
এই ফোন গুলি সম্পর্কে আজকে প্রসিদ্ধ টিপস্টার মুকুল শর্মা একটি টুইট করেছেন যেখানে চাইনিজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভিভোর একটি স্ক্রিনশটও আছে এবং সেখানে 125 ওয়াটের সাথে লঞ্চ হতে চলা ফোনের লিস্টও দেওয়া আছে। এই লিস্টে ওপ্পো Find X4, Realme GT 2 Pro, Oneplus 10, Oppo Reno 8 এবং Oppo এর নতুন N সিরিজের ফোন আছে।
Realme GT 2 Pro, Find X4 series, OnePlus 10 Pro, OPPO N series phone, Reno 8 Pro to feature 125W fast charging. pic.twitter.com/AnwtIz4Bog
— Mukul Sharma (@stufflistings) November 12, 2021
এখানে বলে দিই যে এই বছর ওপ্পো Reno 6 সিরিজটি লঞ্চ করেছিল এবং আশা করা হচ্ছিল যে কোম্পানি আগামী বছর রেনো 7 লঞ্চ করবে। কিন্তু এই স্ক্রিনশটটি দেখে মনে করা হচ্ছে যে কোম্পানি 7 সিরিজটি ছেড়ে সরাসরি Reno 8 মডেল লঞ্চ করার প্ল্যান করছে।
125 ওয়াট ফাস্ট চার্জিঙের কথা বলা হলে এতে মোবাইল ইউজাররা একটি নতুন শক্তি পেতে চলেছে। কারন এখনো পর্যন্ত যা দেখে গেছে সেই অনুযায়ী 125 ওয়াট চার্জিঙের মাধ্যমে 5,000 এমএএইচের ব্যাটারীর ফোনকে মাত্র 21 মিনিটে 100 শতাংশ চার্জ করা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন