Categories: খবর

জেনে নিন কবে লঞ্চ হতে পারে Oppo Reno 12 এবং 12 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস

Oppo শীঘ্রই তাদের রেনো সিরিজে নতুন নাম্বার সিরিজ হিসাবে 12 যোগ করতে চলেছে। ব্র্যান্ডের প্স থেকে গত বছরের মতোই এই বছরও Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro নামের ফোন লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি, তবে তাঁর আগেই লিকের মাধ্যমে এই সিরিজের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসে গেছে। এই প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিটেইলস সম্পর্কে।

Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে এই দুটি ফোন সম্পর্কে জানিয়েছেন।
  • পোস্টে দেখা গেছে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনদুটি মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে লঞ্চ করা হবে।
  • Reno 12 সিরিজের সঙ্গে সঙ্গে Oppo Pad 3 এবং Enco X3 এর মতো গ্যাজেট লঞ্চ হবে বলে উল্লেখ করা হয়েছে।
  • টিপস্টার জানিয়েছেন উপরোক্ত প্রোডাক্টগুলি নিয়ে কাজ চলছে এবং শীঘ্রই লঞ্চ করা হতে পারে।
  • লিকে কোনো নির্দিষ্ট তারিখ সম্পর্কে বলা হয়নি, তবে লিক অনুযায়ী এই ডিভাইসগুলি মের শেষে বা জুনের শুরুতে লঞ্চ করা হবে।

Oppo Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী Oppo Reno 12 সিরিজের উভয় ফোনের চারদিকে মাইক্রো কার্ভেচার সহ OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 1.5K পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • প্রসেসর: Oppo Reno 12 ফোনে MediaTek Dimensity 8200 চিপসেট থাকবে বলে জান্স গেছে। অন্যদিকে প্রো ফোনটিতে MediaTek Dimensity 9200 Plus প্রসেসর থাকতে পারে।
  • ক্যামেরা: Oppo Reno 12 ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2x জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সিরিজের প্রো ফোনেও একই রকম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং লেন্স যোগ করা হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য উভয় ফোনে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।