শাওমির সঙ্গে থাকাকালীন POCO F1 ফোনটি লঞ্চ করায় পোকো সাব ব্র্যান্ডের যথেষ্ট সুবিধা হয়েছিল। ভারতীয় ইউজারদের মধ্যে ফোনটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং এরপর পোকো সাব ব্র্যান্ড থেকে একটি স্বাধীন ব্র্যান্ডে পরিণত হয়। গত বছর বেশ কিছু লিকে বলা হয় কোম্পানি POCO F2 ফোনটি লঞ্চ করবে, কিন্তু 2020 সালে আর তা হয়ে ওঠেনি। কিন্তু বর্তমানে মনে হচ্ছে পোকো ফ্যানদের এই চাহিদা এই নতুন বছরে পূর্ণ হবে। কোম্পানি একটি ভিডিও শেয়ার করেছে যেখানে POCO F2 এর নামের উল্লেখ আছে।
আরও পড়ুন: 7 জানুয়ারি লঞ্চ হবে 64MP ক্যামেরাওয়ালা শক্তিশালী স্মার্টফোন Realme V15
কোম্পানি নতুন বছরের সূচনা করে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে POCO F2 এর নাম আছে। এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু বলা হয়নি, তবে এই ভিডিওটি দেখার পর মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই অফিসিয়ালি POCO F2 এর লঞ্চ ডেট ঘোষণা করে দেবে। এই বছর পোকোর লঞ্চ করা প্রথম স্মার্টফোন হিসেবে POCO F2 ফোনটি পেশ করার সম্ভাবনাও আছে।
The stage is set! The fun has begun! Let us get ready to take it to the next level!
Excited? You should be, coz the next year is going to be even crazier.
While we enjoy, let us look back at everything we've achieved together! Thank you ❤️ pic.twitter.com/K0432jSj8B
— POCO India (@IndiaPOCO) December 31, 2020
POCO F2
এখনও পর্যন্ত POCO F2 ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক সামনে এসেছে, যেখানে এর টাইমলাইন থেকে শুরু করে এর স্পেসিফিকেশন পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এইসব লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি চিপসেটে রান করতে পারে। এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য POCO F2 তে 4,250 এমএএইচের ব্যাটারী দেওয়া হতে পারে।
আরও পড়ুন: নতুনভাবে প্রস্তুত Samsung, 14 জানুয়ারি লঞ্চ করবে শক্তিশালী স্মার্টফোন Galaxy S21
POCO F2 Pro
কোম্পানি তাদের POCO F2 Pro তে পপআপ ডিজাইনে তৈরি 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5জি চিপসেটে রান করে। এই ফোনে 6 জিবি ও 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,700 এমএএইচের ব্যাটারী আছে।
ফোটোগ্রাফির জন্য POCO F2 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের IMX686 প্রাইমারি OIS সেন্সর, 5 মেগাপিক্সেলের টেলিফোটো (3cm ~ 7cm অটোফোকাস ম্যাক্রো) লেন্স, 13 মেগাপিক্সেলের 123 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 120fps স্লো মোশান সাপোর্টেড 20 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন