ডিজাইন
এই ফোনে 6.3 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার ফলে ফোনটি একটি কম্প্যাক্ট সাইজের 'প্রো' স্মার্টফোন। এই ফোনে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে গ্লাস ব্যাক যোগ করা হয়েছে। ফোনটির থিকনেস 8.5mm এবং ওজন 199 গ্রাম। এতে IP68 রেটিং রয়েছে।
ডিসপ্লে
Google Pixel 9 Pro ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.3-ইঞ্চির 2K LTPO ডিসপ্লে রয়েছে। এতে শার্প ও ভাইব্রেন্ট পিকচার কোয়ালিটি পাওয়া যায়। এই স্ক্রিন 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। যার ফলে আউটডোর ব্যাবহারের ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না।
ক্যামেরা
Google Pixel 9 Pro ফোনে 50MP+50MP+48MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সুন্দর কালার, হাই কন্ট্রাস্ট এবং শার্প ডিটেইলস সহ ছবি তুলতে সক্ষম। ফোনটির 42MP ফ্রন্ট ক্যামেরা ভালো রেজাল্ট সহ ছবি তোলা যায়।
পারফরমেন্স
Pixel 9 Pro ফোনে গুগলের Tensor G4 SoC যোগ করা হয়েছে। এটির বেঞ্চমার্ক স্কোর খুব ভালো না হলেও ব্রাউজিং, টেক্সটিং, ফটো ও ভিডিও তোলার মতো কাজগুলি স্মুথলি সামলাতে পারে। এই ফোনের ইউআই যথেষ্ট হালকা এবং ফাস্ট।
AI ফিচার
এই ফোনে দারুণ AI ফিচার রয়েছে। জেমিনি লাইভ AI অ্যাসিস্ট্যান্ট মানুষের মতো গলায় উত্তর দিতে সক্ষম, Pixel Studio অ্যাপ টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারে, ওয়েদার অ্যাপে AI আবহাওয়া পূর্বাভাস ও আরও ফিচার রয়েছে। তবে এগুলি এখন বেসিক লেভেলে আছে, ভবিষ্যতে আরও উন্নত হবে।
ব্যাটারি
Google Pixel 9 Pro ফোনে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পিসিমার্ক টেস্টে এই ফোনটি প্রায় 12 ঘন্টা পর্যন্ত চলেছে। আমাদের টেস্টে হাই সেটিংস অন থাকা সত্ত্বেও ফোনটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম হয়েছে।
চার্জিং
Google Pixel 9 Pro ফোনটি 27W ওয়্যার্ড চার্জিং এবং 12W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ওয়্যার্ড PD চার্জার ব্যাবহার করে ফোনটি 20 শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে প্রায় 76 মিনিট সময় লাগে। ওয়্যারলেস চার্জিঙের ক্ষেত্রে আরও দেরি হয়।
সফটওয়্যার
Pixel 9 Pro ফোনটি Android 15 সহ পেশ করা হয়েছে এবং এতে যথেষ্ট পরিষ্কার ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এতে 39 প্রিইনস্টল গুগল অ্যাপ রয়েছে এবং সফটওয়্যারে AI ফিচার রয়েছে। ফোনটিতে 7 বছর পর্যন্ত OS ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
সিদ্ধান্ত
Google Pixel 9 Pro ফোনটির দাম 1,09,999 টাকা। এতে Pixel 9 Pro XL এর মতোই ফিচার ও ক্যামেরা থাকলেও এটির দাম কম। এটির ডিজাইন ও ডিসপ্লে দারুণ, এর সঙ্গেই এতে AI ফিচার রয়েছে। তবে এই ফোনের পারফরমেন্স টপ নয় ও থার্মাল ইস্যুও রয়েছে।