Honor Magic 6 Pro ফোনের বিশেষত্ব এবং খামতি

onor Magic 6 Pro ফোনটি কেনার কারণ

মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স

এই ফোনে 6.8-ইঞ্চি কার্ভ OLED প্যানেল, 2800x1080 পিক্সেল রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট রয়েছে। 1600nits ব্রাইটনেসের দৌলতে এতে দারুণ আউটডোর ভিজিবিলিটি ও ডলবি ভিশন সহ ভাইব্রেন্ট ভিজুয়াল পাওয়া যায়। 

অসাধারণ ক্যামেরা

এই ফোনে 50MP OIS প্রাইমারি সেন্সর, 180MP টেলিফটো লেন্স (2.5x অপটিক্যাল জুম), 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা েটআপ ও 50MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোন দিনের আলোয় ভাইব্রেন্ট ইমেজ ক্যাপচার করতে সক্ষম এবং টেলিফটো লেন্স 5x জুম পর্যন্ত ডিটেইলস ও কালার অ্যাকিউরেসি দিতে পারে।

ব্যাটারি ব্যাকআপ

এই ফোনে 80W ফাস্ট চার্জিং সহ 5,600mAh ব্যাটারি রয়েছে। পিসিমার্ক টেস্টে এটি 10 ঘন্টা 15 মিনিট স্কোর পেয়েছে। এই ব্যাটারি হেভি ইউজের পরেও গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম ও মাত্র 38 মিনিটে 20% থেকে 100% চার্জ হয়ে যায়।

onor Magic 6 Pro ফোনটি না কেনার কারণ

সফটওয়্যার

এই ফোনটি Android 14 ও MagicOS 8.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 বছর OS ও 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তবে এটি গুগল ও স্যামসাঙের আপডেট পলিসির থেকে বেশ পিছিয়ে।