Infinix Note 40 Pro 5G ফোনের 4টি বিশেষত্ব এবং 2টি খামতি

ফোনটি কেনার কারণ

স্টাইলিশ ভেগান লেদার ডিজাইন

Infinix Note 40 Pro 5G ফোনটি দেখতে অত্যন্ত স্টাইলিশ এবং এই ফোনের ভেগান লেদার ব্যাক প্যানেল থাকায় এতে আঙ্গুলের ছাপ ও দাগ-ছোপ বসে না। গোল্ড ও সিলভার কালারের ক্যামেরা সৌন্দর্য বাড়িয়ে তোলে।

ইনোভেটিভ ফিচার

Infinix Note 40 Pro 5G ফোনের সফটওয়্যার যথেষ্ট ক্লিন এবং ব্যাবহার সহজ। ফোনটিতে চার্জিং, কলিং প্রভৃতি দেখার জন্য পিল শেপের ডায়নামিক বার দেওয়া হয়েছে। এই ফোনে চ্যাটজিপিটি ও অন্যান্য ফিচার সহ 'ফোলেক্স' নামের এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে।

সুন্দর ডিসপ্লে

Infinix Note 40 Pro 5G ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল থাকার কারণে এতে কালার অত্যন্ত স্পষ্ট ও গাঢ় দেখায়। 1300nits ব্রাইটনেসের কারণে এই ফোনটি সহজেই বাইরে ব্যাবহার করা যায়।

পারফরমেন্স

Infinix Note 40 Pro 5G ফোনে MediaTek Dimensity 7020 SoC দেওয়া হয়েছে। এই চিপের পারফরমেন্স বেস্ট না হলেও এতে ডেইলি টাস্ক করার সময় কোনো সমস্যা হবে না। এমনকি এতে হাই গ্রাফিক্স গেমও খেলা যায়।

পারফরমেন্স

এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, তবে এতে মাইক্রোএসডি কার্ড স্লট নেই। এই ফোনের স্টোরেজ বেশিরভাগ ইউজারদের জন্য যথেষ্ট হলেও, স্টোরেজ বাড়ানোর অপশন না থাকায় কিছু ইউজার অখুশি হতে পারেন।

ফোনটি না কেনার কারণ

আলট্রা ওয়াইড লেন্সের অভাব

এই ফোনে 108MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপ্থ ইনফ্রারেড সেন্সর ও 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। তবে এতে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, থাকলে কোয়ালিটি আরও ভালো হত।