ডিজাইন
iPhone 16 ফোনে ম্যাট ফিনিশ সহ গ্লাস ব্যাক রয়েছে ও এতে ভার্টিক্যাল শেপে রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে একটি নতুন Action বাটন ও Camera Control যোগ করা হয়েছে। এই নতুন দুটি ফিচারের ফলেও আইফোনের বেসিক মডেলেও নতুন এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটি Ultramarina, Teal ও Pink কালারে পেশ করা হয়েছে।
ডিসপ্লে
এই ফোনে 2000nits পীক ব্রাইটনেস সহ 6.1-ইঞ্চির FHD+ Super Retina XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে যথেষ্ট শার্প ও ভাইব্রেন্ট। সরাসরি রোদে দাঁড়িয়েও এই স্ক্রিন সহজেই ব্যাবহার করা যায়। তবে এখনও এই ফোনের স্ক্রিনে 60Hz রিফ্রেশরেট রয়েছে।
রেয়ার ক্যামেরা
এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে রেগুলার ও 2X অপটিক্যাল কোয়ালিটি জুম সহ 48MP Fusion ক্যামেরা রয়েছে। এর সঙ্গে ম্যাক্রো শটের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। দিনের আলোয় বাস্তবিক রঙে ছবি তোলা যায়, তবে রং কখনও কখনও কম ভাইব্রেন্ট আসে। রং পপ করতে হলে Photographic Styles ফিচার ব্যাবহার করা যেতে পারে।
ক্যামেরা কন্ট্রোল
iPhone 16 ফোনে একটিCamera Control বাটন রয়েছে, যার সাহায্যে ক্যামেরা অ্যাপ লঞ্চ, ফটো তোলা এবং অন্যান্য বেশ কিছু কাজ করা যায়। তবে এই বাটন ব্যাবহার করার অভ্যাস গ্রা উঠতে স্মস্য লাগতে পারে।
ফটোগ্রাফিক স্টাইল
iPhone 16 সিরিজে Photographic Styles এর অধীনে নতুন ফিচার যোগ করা হয়েছে। এতে পাঁচটি নতুন 'Undertones' ও নয়টি 'Mood' রয়েছে। ইউজাররা এর সাহায্যে টোন, কালার, ও প্যালেট অ্যাডজাস্ট করতে পারবেন। ফলে ফটো তোলার আগেই ব্রাইটনেস, কালার ও কন্ট্রাস্ট সেট করা যাবে।
প্রসেসর এবং পারফরমেন্স
এই ফোনে নতুন A18 Bionic SoC রয়েছে, যা অ্যাপেলের ইন্টেলিজেন্সের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বেঞ্চমার্ক টেস্টে এই ফোনটি বেশিরভাগ প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভালো পারফর্ম করেছে। এই ফোনটি সহজেই মাল্টিটাস্কিং, হেভি গেম ও হাই সেটিংস অ্যাপ চালাতে সক্ষম। কোম্পানি এখনও তাদের নতুন AI ফিচার লঞ্চ করেনি, তাই এটি এখনও টেস্ট করা যায়নি।
ব্যাটারি লাইফ
iPhone 16 ফোনের ব্যাটারি লাইফ বেশ ভালো। হেভি ইউজের পরেও এই ফোনটি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম দিতে সক্ষম। মাঝারি ব্যাবহারে এই ফোনটি একটি গোটা দিন চলতে পারে।
চার্জিং স্পীড
iPhone 16 ফোনের চার্জিং স্পীড কিছুটা বাড়ানো হয়েছে। মাত্র 30 মিনিটে ফোনটি 50% চার্জ হতে পারে। এই ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 80 মিনিট সময় লাগে, যা আগের ফোনগুলির চেয়ে অনেকটাই ফাস্ট।
সফটওয়্যার
iPhone 16 ফোনে iOS 18 রয়েছে। এতে হোম স্ক্রিনের থীম (আইকন ও উইজেট কালার) বদলানো ও কন্ট্রোল সেন্টার কাস্টোমাইজ করার পাশাপাশি বিভিন্ন কাস্টোমাইজেশন অপশন রয়েছে। এতে iOS 18.1 পাবলিক বিটা কিছু AI ফিচার টেস্ট করা হয়েছে এবং নতুন Writing Tools, Summary Notifications ফিচার বেশ সুন্দর।
উপসংহার
iPhone 16 ফোনের ডিজাইন, ক্যামেরা আপগ্রেড ও হেভি পারফরমেন্স এই ফোনটিকে একটি অসাধারণ অপশন করে তুলতে সক্ষম। তবে 60Hz রিফ্রেশরেট এবং কম AI ফিচার অনেক ইউজারদের নিরাশ করতে পারে।