Lava Agni 3 ফোনের রিভিউ

ডিজাইন

Lava Agni 3 ফোনের ম্যাট ফিনিশ ব্যাক ডিজাইনের দৌলতে ফোনটি স্মাজ-ফ্রি থাকে। তবে ব্যাক প্যানেলের আয়তাকার ক্যামেরা মডিউল অনেকটা জায়গা ঘিরে রয়েছে ও এতে InstaScreen রয়েছে। ফোনটির ওজন 212 গ্রাম, ফলে বেশ ভারি লাগে।

ডিসপ্লে

এই ফোনে 6.78-ইঞ্চির FHD+ কার্ভ OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট, HDR10+ ও 1200nits ব্রাইটনেস রয়েছে। এতে বেশ ভালো কালার রিপ্রোডাকশন, ডিপ ব্ল্যাক সহ পাঞ্চ কালার ও ভালো ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যায়। তবে আউটডোর ভিজিবিলিটি কিছুটা কম।

ইনস্টাস্ক্রিন

Lava Agni 3 ফোনে 1.74-ইঞ্চির QLED InstaScreen ডিসপ্লে রয়েছে যা flip ফোনের কভার স্ক্রিনের মতোই কাজ করে। এতে নোটিফিকেশন ও উইজেট দেখা যায়। এই স্ক্রিনের মাধ্যমে বেশ কিছু কন্ট্রোলের সঙ্গে রেয়ার ক্যামেরা ব্যাবহার করে সেলফি তোলা যায়।

অ্যাকশন কী

এই ফোনের অ্যাকশন কী কাস্টোমাইজ করা যায়, যার মাধ্যমে স্ক্রিনশন ক্যাপচার, SOS রিং/সাইলেন্ট মোডের শর্টকাট হিসাবে ব্যাবহার করা যায়। এই কী সিঙ্গেল ক্লিক, ডবল ক্লিক ও লং প্রেসের জন্য ম্যাপ করা যায়। এই বাটনের ফলে ফোনটি বেশ অ্যাডভান্স হয়ে উঠেছে।

রেয়ার ক্যামেরা

Lava Agni 3 ফোনে 50MP+8MP+8MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ভালো আলোর মধ্যে এই ক্যামেরা সুন্দর ছবি তুলতে সক্ষম। তবে ডিটেইলস, শ্যাডো ও হাইলাইট কিছুটা বেশি হলে ভালো হত।

ফ্রন্ট ক্যামেরা

ফোনটির 16MP সেলফি ক্যামেরা ছবি ওভার এক্সপোজ করে তোলে। ফলে ছবি ঝাপসা বা ওয়াশ আউট লাগতে পারে। কিন্তু ইনস্টাস্ক্রিনের মাধ্যমে রেয়ার ক্যামেরা সেটআপ ব্যাবহার করে সুন্দর সেলফি তোলা যায়।

পারফরমেন্স

Lava Agni 3 ফোনে MediaTek Dimensity 7300X SoC দেওয়া হয়েছে। এটির বেঞ্চমার্ক স্কোর বেশ ভালো এবং রিয়েল লাইফ ব্যাবহারেও কোনো সমস্যা হয় না। এই ফোনে হিটিং ইস্যু ছাড়াই হাই গ্রাফিক্স গেম খেলা যায়।

সফটওয়্যার

Lava Agni 3 ফোনটি Android 14 সহ পেশ করা হয়েছে এবং এটির UI বেশ পরিষ্কার, প্রায় স্টক অ্যান্ড্রয়েডের মতোই। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 বছর OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ব্যাটারি

PCMark টেস্টে ফোনটি 10 ঘন্টা 20 মিনিট চলেছে। একবার ফুল চার্জ করার পর মাঝারি ব্যাবহারে ফোনটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। তবে গেম খেললে ফোনের চার্জ দ্রুত শেষ হয়।

চার্জিং স্পীড

Lava Agni 3 ফোনে 66W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। যার ফলে ফোনটি মাত্র 43 মিনিটের মধ্যে 20% থেকে 100% চার্জ হয়ে যায়। তবে এটি সেগমেন্টের সবচেয়ে ফাস্ট চার্জিং স্পীড নয়।

সিদ্ধান্ত

Lava Agni 3 ফোনের দাম 20,999 টাকা থেকে 24,999 টাকার মধ্যে। এই দামে InstaScreen ডিসপ্লে, কাস্টোমাইজেবল অ্যাকশন কী ও বিশ্বস্ত পারফরমেন্সের সঙ্গে এটি একটি দারুণ স্মার্টফোন অপশন। তবে এই সেগমেন্টের অন্য কয়েকটি ফোনে এর চেয়ে বেশ ভালো ফটোগ্রাফি করা যায়।