ডিজাইন
Moto Edge 50 Neo ফোনে অন্যান্য Motorola ফোনের মতো ভেগান লেদার ব্যাক রয়েছে। এই ফোনের থিকনেস 8.1mm ও ওজন 171 গ্রাম। এই ফোনটিতে MIL-STD 810H সার্টিফিকেশনের পাশাপাশি IP68 রেটিং দেওয়া হয়েছে।
ডিসপ্লে
Moto Edge 50 Neo ফোনে কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে সঙ্গে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.4-ইঞ্চির 1.5K pOLED 10-বিট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে বেশ সুন্দর এবং ইউজাররা পছন্দের কালার অনুযায়ী এটি অ্যাডজাস্ট করতে পারবেন।
পারফরমেন্স
Moto Edge 50 Neo ফোনে MediaTek Dimensity 7300 SoC দেওয়া হয়েছে এবং এটির বেঞ্চমার্ক স্কোর বেশ ভালোই। আমাদের টেস্টে এই ফোনটি বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। তবে গেমিঙের ক্ষেত্রে ফোনটি খুব ভালো অপশন নয়।
রেয়ার ক্যামেরা
Moto Edge 50 Neo ফোনে 50MP+10MP+13MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ছবিতে সঠিক কালার দেখে গেলেও ডিটেইলস ও শার্পনেস কিছুটা কম। তবে উল্লেখ্য এই ফোনে 3X অপটিক্যাল জুম সহ ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা
সেলফি ও ভিডিও কলের জন্য Moto Edge 50 Neo ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সঠিক স্কিন টোন সহ সেলফি তুলতে সক্ষম। হাই কন্ট্রাস্টের জন্য এই ফোনে তোলা সেলফি সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় বেশ ভালো।
সফটওয়্যার
এই ফোনটি Android 14 এবং HelloUI সহ পেশ করা হয়েছে। এতে প্রোপাইটারি অ্যাপ রয়েছে, যার সাহায্যে সহজেই এই ফোনটি Windows ল্যাপটপের সঙ্গে কানেক্ট করা যায়। এই ফোনে 5 বছর পর্যন্ত OS এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
ব্যাটারি
Moto Edge 50 Neo ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,370mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি কম হলেও হাই সেটিংসে মাঝারি ধরনের ব্যাবহারেও ফোনটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।
চার্জিং
Moto Edge 50 Neo ফোনটি 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। বক্সে দেওয়া ওয়্যার্ড ফাস্ট চার্জার ব্যাবহার করে ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 37 মিনিট সময় লাগে।
উপসংহার
যারা 25,000 টাকার রেঞ্জে একটি কম্প্যাক্ট ফোন কিনতে চাইছেন তাদের জন্য Moto Edge 50 Neo একটি ভালো অপশন। ব্রাইট ডিসপ্লে ও পরিষ্কার সফটওয়্যারের সঙ্গে এই ফোনটির পারফরমেন্স বেশ ভরসাযোগ্য। যাদের জন্য এইসব ফিচার যথেষ্ট তাঁরা এই ফোনটি নিশ্চিন্তে কিনতে পারেন।