OPPO Fine X8 ফোনের রিভিউ

ডিজাইন

এই ফোনে ফ্ল্যাট এজ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে গোল ক্যামেরা মডিউলের মধ্যে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন এবং নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, সিম ট্রে ও স্পিকার গ্রিল অবস্থিত। ফোনটির ডায়মেনশন 162.3 x 76.7 x 8.2mm ও ওজন 193 গ্রাম। এই ফোনে IP68 ও IP69 রেটিং রয়েছে।

ডিসপ্লে

OPPO Fine X8 ফোনে অত্যন্ত ন্যারো বেজল সহ 6.59-ইঞ্চির 1.5K LTPO (120Hz) OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আউটডোরে ভালো করে পড়া যায় এবং মুভি দেখা ও গেম খেলার সময় ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

রেয়ার ক্যামেরা

এই ফোনে ট্রিপল 50MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। দিনের আলোয় এই ক্যামেরা অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভালো ডিটেইলস ও কালার ক্যাপচার করে। পোর্ট্রেট ফটোর ক্ষেত্রে সুন্দর এজ ডিটেকশন, ভালো স্কিন টোন সহ বেশি ডিটেইলস ধরা পড়ে।

ফ্রন্ট ক্যামেরা

OPPO Fine X8 ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ছবি ওভারএক্সপোজ হয়ে যায়, ফলে কালার কিছুটা অপ্রাকৃতিক দেখায়। সবদিক থেকে কোয়ালিটি ভালো, তবে সেগমেন্টের হিসাবে বেস্ট নয়।

প্রসেসিং

OPPO Fine X8 ফোনে MediaTek Dimensity 9400 SoC রয়েছে। এটির বেঞ্চমার্ক স্কোর সবচেয়ে বেশি এবং আমাদের টেস্টে এই ফোনটি দৈনন্দিন কাজ থেকে শুরু করে হেভি মাল্টি টাস্কিং ও গেমিং সহজেই সামলাতে পারে।

সফটওয়্যার

OPPO Fine X8 ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ পেশ করা হয়েছে। এটির UI সিম্পেল হলেও প্রচুর প্রিইনস্টল অ্যাপ UI এর সমস্যা করে। এই ফোনে 4 বছর OS ও 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ব্যাটারি

OPPO Fine X8 ফোনে 5,630mAh ব্যাটারি রয়েছে। এটি PCMark ব্যাটারি টেস্টে 10 ঘন্টারও বেশি চলেছে। ফোনটির পিসিমার্ক স্কোর খুব একটা ভালো না হলেও বাস্তবিক ব্যাবহারে ফোনটি ভালো ব্যাকআপ দিতে সক্ষম।

চার্জিং

OPPO Fine X8 ফোনটি 80W SuperVOOC (ওয়্যার্ড) চার্জিং সাপোর্ট করে এবং বক্সেই কম্প্যাটিবল চার্জার রয়েছে। এই ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 42 মিনিট সময় লাগে। এছাড়াও এই ফোনটি 50W AIRVOOC (ওয়্যারলেস) চার্জিং সাপোর্ট করে।

সিদ্ধান্ত

OPPO Fine X8 ফোনটি অসাধারণ ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে অন্যতম। এই ফোনে ব্রাইট ডিসপ্লে, দারুণ পারফরমেন্স, প্রিমিয়াম ইন হ্যান্ড ফিল ও সুন্দর ক্যামেরা পাওয়া যায়। প্রিইনস্টল অ্যাপ বাদ দিলে এই ফোনটি একটি দারুণ ফোন এবং এটি কেনাই যায়।