10 পয়েন্টে দেখুন Realme Narzo 70 ফোনের রিভিউ

ডিজাইন

Narzo 70 ফোনে প্লাস্টিক বডি, বক্সি ডিজাইন এবং রাউন্ড এজ রয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল এবং নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার দেওয়া হয়েছে। এছাড়া এতে Realme 12 সিরিজের মতো সার্কুলার ক্যামেরা মডিউল যোগ করা হয়েছে।

কালার অপশন

Realme Narzo 70 5G ফোনটি মিস্ট্রি ফরেস্ট গ্রীন এবং স্নো মাউন্টেন ব্লু কালারে পেশ করা হয়েছে।

ডিসপ্লে

Realme narzo 70 5G ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন ইউজ এক্সপেরিয়েন্স যথেষ্ট সুন্দর এবং রোদেও কোনো সমস্যা ছাড়াই ব্যাবহার করা যায়।

পারফরমেন্স

Narzo 70 5G ফোনে MediaTek Dimensity 7050 5G চিপসেট রয়েছে। ফোনটি AnTuTu সাইটে 584952 স্কোর পেয়েছে। এই ফোনের অন্যতম কড়া প্রতিদ্বন্দ্বী Moto G64 ফোনের AnTuTu স্কোর 497235।

রেয়ার ক্যামেরা

এই ফোনের ব্যাক প্যানেলে 50MP+2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটাও রয়েছে। দিনের আলোয় এই ক্যামেরা সুন্দর ছবি তুলতে সক্ষম। তবে ফোনটির কালার এবং ডায়নামিক রেঞ্জ আরও ভালো হতে পারত।

ফ্রন্ট ক্যামের

সেলফি এবং ভিডিও কলের জন্য Narzo 70 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Narzo 70 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি PC Market টেস্টে এই ফোনটি 14 ঘন্টা 49 মিনিট স্কোর পেয়েছে। অর্থাৎ এই ফোনটি একবার চার্জ করে গোটা দিন মিডিয়া ব্যাবহার করা যাবে।

চার্জিং

Narzo 70 ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এবং বক্সে চার্জার দেওয়া হয়েছে। আমরা এই ফোনটি 20-100% চার্জ করে দেখেছি, সময় লেগেছে 52 মিনিট।

সফটওয়্যার

এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে দুই বছর ওএস এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তবে এই ফোনে কিছু প্রিইনস্টলড অ্যাপও রয়েছে।

উপসংহার

ভারতের বাজারে এই ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে ফোনটি ভালো, তবে বেস্ট নয়। এই সেগমেন্টে এর থেকেও ভালো বেশ কিছু ফোন বর্তমান বাজারে উপস্থিত রয়েছে।