Realme P1 5G vs Redmi Note 13 5G, জেনে নিন কোন ফোনটি এগিয়ে

ডিসপ্লে

Realme P1 5G ফোনে 6.67-ইঞ্চির 120Hz FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে, 2000nits পীক ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে Redmi Note 13 5G ফোনে 6.67-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে, 1000nits পীক ব্রাইটনেস পাওয়া যায়।

প্রসেসর

Realme P1 5G ফোনে কোম্পানি MediaTek Dimensity 7050 প্রসেসর যোগ করেছে। অপরদিকে Redmi Note 13 5G ফোনটিতে MediaTek Dimensity 6080 চিপসেট দেওয়া হয়েছে। 

RAM-স্টোরেজ

Realme P1 5G ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB ডায়নামিক RAM রয়েছে। অন্যদিকে Redmi Note 13 5G ফোনটি 6GB+128GB, 8GB+128GB এবং 8GB+256GB মডেলে সেল করা হয়।

রেয়ার ক্যামেরা

Realme P1 5G ফোনের ব্যাক প্যানেলে 50MP+2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অপরদিকে Redmi Note 13 5G ফোনে 108MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

ফ্রন্ট ক্যামের

Realme P1 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে Redmi Note 13 5G ফোনেও 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি-চার্জি

Realme P1 5G ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে Redmi Note 13 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

দাম

Realme P1 5G ফোনের 6GB+128GB মডেলের দাম 15,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 18,999 টাকা। কোম্পানি এই দুটি মডেলে যথাক্রমে 1000 টাকা এবং 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। Redmi Note 13 5G ফোনের 6GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB মডেলের দাম যথাক্রমে 17,999 টাকা, 19,999 টাকা এবং 21,999 টাকা।