ডিজাইন
Samsung Galaxy S24 FE ফোনটির ডিজাইন অনেকটা Galaxy S24 সিরিজের মতোই। এই ফোনের কার্ভ এজের ফলে হাতে ধরতে কোনো সমস্যা হয় না।
ডিসপ্লে
Samsung Galaxy S24 FE ফোনে 6.7-ইঞ্চির FHD+ OLED 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কালার অত্যন্ত ভাইব্রেন্ট দেখায়। তবে আউটডোরের ক্ষেত্রে ভিজিবিলিটি খুব একটা ভালো নয়।
রেয়ার ক্যামেরা
Samsung Galaxy S24 FE ফোনে 50MP+12MP+8MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপ ভাইব্রেন্ট কালার ও ওয়ার্ম স্কিন টোন ক্যামেরাবন্দী করতে সক্ষম।
ফ্রন্ট ক্যামেরা
Samsung Galaxy S24 FE ফোনে 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা ন্যাচারাল স্কিন টোন সহ সেলফি তুলতে পারে। তবে এর ফেসিয়াল ডিটেইলস বেস্ট নয়।
পারফরমেন্স
Samsung Galaxy S24 FE ফোনে Exynos 2400e SoC যোগ করা হয়েছে। এটি সমস্ত দৈনন্দিন কার্যকলাপ স্মুথলি সামলাতে পারে। এর সঙ্গে এতে থার্মাল এফিসিয়েন্সিও রয়েছে।
ব্যাটারি
Samsung Galaxy S24 FE ফোনে 4,700mAAh ব্যাটারি দেওয়া হয়েছে। পিসিমার্ক টেস্টে এই ফোনটি 11 ঘন্টা 20মিনিট পর্যন্ত চলেছে।
চার্জিং
Samsung Galaxy S24 FE ফোনটি 25W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 71 মিনিট সময় লাগে। তবে ফোনটির সঙ্গে বক্সে চার্জার দেওয়া হয় না।
সিদ্ধান্ত
Samsung Galaxy S24 FE ফোনটি নিঃসন্দেহে একটি ভালো ডিভাইস। ফোনটি AI এর সাহায্যে বিভিন্ন টাস্ক করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে দীর্ঘদিন পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও এটি কোম্পানির Galaxy S24 সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন।