Jio কে টক্কর দিতে BSNL নিয়ে এলো নতুন প্রিপেইড প্ল‍্যান, এক বছর ধরে পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট ডেটা

দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL কিছু দিন আগে ব্রডব্যান্ড ইউজারদের জন্য তিনটি নতুন প্ল‍্যান পেশ করেছে। বর্তমান টেলিকম মার্কেটের প্রতিযোগিতার কথা মাথায় রেখে কোম্পানি এবার একটি নতুন আকর্ষণীয় প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটি প্রিপেইড গ্রাহকদের জন্য।

ইতিহাস গড়লো Realme! পেশ করলো 64 মেগাপিক্সেলের ফোটো, পিছিয়ে পড়লো Xiaomi ও Samsung

BSNL এর ক্রমবর্ধমান প্ল‍্যানের সংখ্যা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানির ইউজার সংখ্যা অনেক বেড়ে যাবে। এই নতুন প্ল‍্যানটি শুধুমাত্র কেরলের গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে যার দাম 1,345 টাকা।

টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী BSNL এর এই নতুন প্ল‍্যানের ভ‍্যালিডিটি এক বছর। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি ডেটা দেওয়া হবে। এছাড়াও এই প্ল‍্যানের সঙ্গে 10 জিবি রিজার্ভ ডেটাও গ্ৰাহকদের দেওয়া হবে যা দৈনিক 1.5 জিবি ডেটা শেষ হয়ে গেলে ব‍্যবহার করা যাবে।

Xiaomi ফ‍্যানদের জন্য খারাপ খবর, কোম্পানি ডিসকন্টিনিউ করেছে এই স্মার্টফোন সিরিজ

এই প্ল‍্যানে ইন্টারনেট ছাড়া কোনো রকম কল বা এস‌এম‌এসের সুবিধা পাওয়া যাবে না। এই প্ল‍্যানটি শুধুমাত্র ইন্টারনেট ডেটার জন‍্য‌ই পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানটি একটি প্রমোশনাল প‍্যাক হিসেবে লঞ্চ করা হয়েছে।

প্রসঙ্গত কয়েক দিন আগে খবর পাওয়া গেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI তাদের নতুন রিপোর্টে এই বছর অর্থাৎ 2019 সালের এপ্রিল মাসের হিসাব পেশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী বছরের দ্বিতীয় তিনমাসের শুরুতেই Reliance Jio তাদের নেট‌ওয়ার্কে নতুন ইউজার যোগ করে নতুন রেকর্ড গড়েছে।

26 জুন লঞ্চ হবে LG W সিরিজের স্মার্টফোন, Samsung ও Xiaomi এর জন্য কড়া টক্কর

কিন্তু অপরদিকে Bharti Airtel ও Vodafone Idea কয়েক লক্ষ করে ইউজার হারিয়েছে। রিপোর্টে বলা হয়েছে সরকারি কোম্পানি BSNL এপ্রিল মাসে তাদের প্ল‍্যানের যোগ্যতায় প্রায় 2 লক্ষাধিক নতুন ইউজার পেয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here