Xiaomi ফ‍্যানদের জন্য খারাপ খবর, কোম্পানি ডিসকন্টিনিউ করেছে এই স্মার্টফোন সিরিজ

আপনি যদি Xiaomi ফ‍্যান হয়ে থাকেন তবে এই খবরটি শুনে আপনি কোনো মতেই খুশি হবেন না। কোম্পানি তাদের Mi Max ও Mi Note সিরিজ ডিসকন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য স্বয়ং কোম্পানির সিইও লি জুন জানিয়েছেন।

26 জুন লঞ্চ হবে LG W সিরিজের স্মার্টফোন, Samsung ও Xiaomi এর জন্য কড়া টক্কর

জুন চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে তিনি বলেছেন এবছর এই দুটি লাইন‌আপে কোনো নতুন ফোন লঞ্চ করার কথা ভাবা হচ্ছে না। তিনি বলেছেন কোম্পানি এখন এই দুটি পুরোনো সিরিজের বদলে তাদের সম্পূর্ণ মনোযোগ কোম্পানির রেডমি, Mi Mix, Mi 9 ও নতুন CC সিরিজের প্রতি দিতে চলেছে।

প্রসঙ্গত কোম্পানি গত বছর Mi Max 3 লঞ্চ করেছিল। তাই আশা করা হচ্ছিল কোম্পানি এবছর এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন লঞ্চ করবে। কিন্তু এমনটা হলো না। শাওমি তাদের নোট সিরিজ প্রথম বার লঞ্চ করে 2015 সালে।

ভারতে লঞ্চ হলো Motorola এর প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন One Vision, দাম 19,999 টাকা

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi গত সপ্তাহে তাদের নতুন “CC” সিরিজের ঘোষণা করে। এই সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এর আগে কোম্পানি এই সিরিজ সম্পর্কে চীনের সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ওয়েইবোতে একটি ফোটো শেয়ার করেছিল। এই ফোটো অনুযায়ী এই সিরিজে কিছু দিন আগে লঞ্চ করা ASUS 6Z এর মতো ফ্লিপ ক‍্যামেরা মডিউল দেওয়া হতে পারে।

মনে করা হচ্ছে এই সিরিজে সর্বপ্রথম Mi CC9 ও Mi CC9e লঞ্চ করা হতে পারে। এই দুটি স্মার্টফোন‌ই Meitu AI অ্যাস্থেটিক ল‍্যাব ও শাওমির টেকনোলজিসহ লঞ্চ করা হবে। এই দুটি ফোনেই সেলফি ক‍্যামেরায় ফোকাস করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here