গত মাসে OPPO ভারতের বাজারে তাদের OPPO A5x 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 4GB RAM এবং MediaTek Dimensity 6300 প্রসেসর সহ 13,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার ফোনটি লঞ্চের মাত্র এক মাসের মধ্যেই এই ফোনের দামে 1,000 টাকা দাম কমানো হয়েছে। আজ থেকে এই ফোনটি 12,999 টাকা দামে অনলাইন এবং অফালাইন উভয় মাধ্যমে সেল করা হবে।
OPPO A5x 5G ফোনের দাম
লঞ্চ প্রাইস: 13,999 টাকা
প্রাইস কাট: 1,000 টাকা
নতুন প্রাইস: 12,999 টাকা
OPPO A5x 5G ফোনের দাম কমিয়ে এখন 12,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটি কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও ফ্লিপকার্ট সহ অন্যান্য শপিং সাইটের মাধ্যমে সেল করা হয়। এছাড়া অফলাইন স্টোর এবং মোবাইলের দোকানেও এই ফোনটি পাওয়া যায়। এই ফোনটি Midnight Blue এবং Laser White কালার অপশনে পেশ করা হয়েছে।
OPPO A5x 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.67″ HD+ 120Hz LCD Display
- MediaTek Dimensity 6300
- 4GB RAM + 128GB Storage
- 4GB RAM Expansion
- 32MP Rear Camera
- 5MP Front Camera
- 6,000mAh Battery
- 45W SuperVOOC
ডিসপ্লে
OPPO A5x 5G ফোনটিতে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স
এই ফোনটি অ্যান্ড্রয়েড বেসড ColorOS 15.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে।
স্টোরেজ
ভারতে এই ফোনটি 4GB LPDDR4X RAM সহ পেশ করা হয়েছে। RAM Expansion টেকনোলজির মাধ্যমে 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এর সঙ্গে এই ফোনে 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO A5x 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই 5P লেন্স 76° FOV এবং অটো ফোকাস সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A5x 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী 5 বছর পর্যন্ত এই ফোনের ব্যাটারি হেল্থ 80% থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি 21 মিনিটে 30% পর্যন্ত এবং 84 মিনিটে 100% চার্জ হয়ে যায়।
OPPO A5x 5G ফোনের ফিচার
- এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফাইড বডি রয়েছে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে।
- স্ট্রং ইন্টারনেট কানেকশন ও নেটওয়ার্কের জন্য এই ফোনে 9 5G Bands রয়েছে।
- সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে।
- কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 5GHz এবং Bluetooth 5.4 ফিচার দেওয়া হয়েছে।
- এই ফোনে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে।
- ফোনটির IR Blaster ব্যাবহার করে এটিকে রিমোট হিসাবে ব্যাবহার করা যায়।
- কোম্পানি জানিয়েছে ফোনটি 36 মাস পর্যন্ত ল্যাগ ফ্রি কাজ করবে।
OPPO A5x 5G ফোনের প্রতিদ্বন্দ্বী
স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
---|---|
realme C73 5G | 11,499 টাকা |
Infinix Note 50x 5G | 11,499 টাকা |
Samsung Galaxy M15 Prime | 11,999 টাকা |
- realme C73 5G: 6,.00mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, 12GB Dynamic RAM টেকনোলজি
- Infinix Note 50x 5G: Dimensity 7300 Ultimate প্রসেসর, 45W ফাস্ট চার্জিং ফিচার, 5,500mAh ব্যাটারি
- Samsung Galaxy M15 Prime: 6000mAh ব্যাটারি, FHD+ Super AMOLED ডিসপ্লে, Dimensity 6100+ প্রসেসর