নোকিয়া ফোন নির্মাতা কোম্পানি HMD Global শীঘ্রই বাজারে তাদের নতুন ফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানি এই আপকামিং ফোনটি মিড-রেঞ্জে স্কাইলাইন (Skyline) নামে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফিনিশ পাবলিকেশনের মাধ্যমে এই ফোন সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী জুলাই মাসে লঞ্চ হবে এবং 10 জুলাই থেকে রিটেল স্টোরগুলিতে সেল করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে স্কাইলাইন -কে একটি প্রিমিয়ম ফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। এই ফোনের দাম €520 অর্থাৎ প্রায় 47 হাজার টাকা হবে বলে শোনা যাচ্ছে।
HMD Skyline এ পাওয়া যাবে শক্তিশালী প্রসেসর
রিপোর্ট অনুযায়ী এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ সদেওয়া হবে। এই ফোনটি ব্ল্যাক কালার অপশন এবং ডুয়াল সিম সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই আপকামিং ফোনটি TA-1688 মডেল নাম্বার সহ দেখা গেছে। এছাড়া রিপোর্ট থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে আর কোন তথ্য জানানো হয়নি।
এই আপকামিং স্কাইলাইন ফোনটিতে প্রথমে টমক্যাট কোডনেম দেওয়া হয়েছিল। যদি এটি সঠিক হয়ে থাকে, তবে এই ফোনে 120হার্টজ রিফ্রেশ রেট সহ ফুল এচডি প্লাস OLED ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর যোগ করা হতে পারে।
এই আপকামিং স্কাইলাইন স্মার্টফোনে ট্রিপল-ক্যামেরা সিস্টেম সহ 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো ডেপ্ত সেন্সর প্লেস করা হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই আপকামিং এইচএমডি স্মার্টফোনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে।
এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 4900এমএএচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে এই ফোনে অ্যান্ড্রয়েড 14 প্রি-ইন্সস্টল দেওয়া হবে। এছাড়াও আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টিরিয়ো স্পিকার থাকবে।
সম্প্রতি লঞ্চ হয়েছে HMD Aura
সম্প্রতি HMD Global তাদের Pulse series এবং HMD Vibe ফোনের পর HMD Aura স্মার্টফোন পেশ করেছিল। এই ফোনটি অস্ট্রেলিয়ন মার্কেটে লঞ্চ করেছিল। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- ডিসপ্লে: HMD Aura স্মার্টফোন 900 x 1600 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এচডি + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে আইপীএস এলসিডি ডিসপ্লে সহ 60হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- প্রসেসর: এই HMD Aura স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc SC9863A1 অক্টাকোর প্রসেসর সহ 1.6GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে পাওয়ারবিআর জিই8322 জিপিইউ সাপোর্ট দেওয়া হয়েছে।
- মেমরি: এই স্মার্টফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। একই সঙ্গে 256GB পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Aura ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের মেইন লেন্স এবং সেকেন্ডারি ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh battery সহ 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
- অন্যান্য: HMD Aura লো বাজেট 4জি স্মার্টফোনে ব্লুটুথ, ওয়াইফাই এবং জিপিএস এর মতো বেসিক ফিচার দেওয়া হয়েছে। এই ফোন 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।