বিগত বেশ কিছু বছর ধরে HMD গ্লোবাল তাদের Nokia ব্র্যান্ডের অধীনে Android Smartphone পেশ করে আসছে। কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে HDM তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কম্পানিস পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আমরা কিছু দিন আগে এক্সক্লুসিভ এই ফোনের ফার্স্ট লুক শেয়ার করেছিলাম। স্মার্টফোনের রেন্ডার থেকে জানা গেছে এই ফোনে 108MP ক্যামেরা সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
- একটি ওয়েবসাইট লেটেস্ট HMD গ্লোবাল ফোনের রেন্ডার শেয়ার করেছে। এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
- এই লিক রেন্ডারে একটি মহিলাকে সিয়ান কালারের একটি ফোনের ওপর বসে থাকতে দেখা গেছে। এই ফোনের পেছনে HMD এর ব্র্যান্ডিং রয়েছে।
- ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ক্যামেরা রিং ঘিরে সিয়ান অ্যাক্সেন্ট দেলহা গেছে।
- রেয়ার ক্যামেরা মডিউলে “108MP OIS” লেখা রয়েছে। এর থেকে জানা গেছে এই আপকামিং ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 108MP ক্যামেরা সেন্সর থাকবে।
2024 মাসের এপ্রিল মাসে লঞ্চ হতে পারে HMD ফোন
গত সপ্তাহে টিপস্টার ইভান ব্লাস (@evleaks) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে HMD ফোনের প্রথম ব্যাচের কোডনেম রিভিল করেছিলেন। রিপোর্টে বলা হয়েছে প্রথমদিকে HMD গ্লোবাল বাজেট এবং মিড রেঞ্জ সেগমেন্টকে টার্গেট করবে। আশা করা হচ্ছে 2024 সালের প্রথম ছয় মাসের মধ্যে কোম্পানির নতুন স্মার্টফোন পেশ করা হবে।
HMD ফোনের অনলিয়ান লিস্টিং
কিছু দিন আগে IMEI ডেটাবেসে HMD এর দুটি ফোন যথাক্রমে N159V এবং TA-1585 মডেল নাম্বার সহ দেখা গেছে। আমরা আবার N159V মডেল নাম্বার সহ HMD এর প্রথম স্মার্টফোনের রেন্ডার ইমেজ বিশেষ ইন্ডাস্ট্রি সোর্স থেকে পেয়ে গেছি। তবে এই সোর্স ফোনটির আসল নাম জানায়নি। এছাড়া ফোনে নতুন HMD লোগো দেখা গেছে। এটি গত বছর EUIPO লিস্টিঙে দেখা গিয়েছিল।
এই ফোনটির দাম অত্যন্ত কম রাখা হবে বলে আশা করা হচ্ছে। ভারতে এই HMD ফোন আমাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য অনলাইন সাইটের মাধ্যমে সেল করা হবে। এছাড়া কোম্পানি ভারতের বাজারে উপস্থিত অন্যান্য ব্র্যান্ডকে করা টক্কর দেওয়ার জন্য বেশি ওএস আপডেট দেবে বলে মনে করা হচ্ছে এবং এতে স্টক অ্যান্ড্রয়েড থাকতে পারে।