108MP ক্যামেরা সহ Redmi Note 11S স্মার্টফোনে পাবেন বিশাল ডিসকাউন্ট , লো বাজেটে পাবেন দারুণ ফিচার 

108MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন Redmi Note 11S Amazon India তে অনেক ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। বর্তমানে Xiaomi Black Friday Sale চলছে। এই সেল চলাকালীন, এই Xiaomi স্মার্টফোনটি 3000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। Redmi Note 11S স্মার্টফোনের প্রধান ফিচারের মধ্যে এই স্মার্টফোনে Mediatek Helio G96 প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জ সাপোর্ট রয়েছে। এই পোস্টে আপনাদের এই স্মার্টফোনের ডিসকাউন্ট এবং অফার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: মাত্র 5384 টাকায় পেয়ে যাবেন Ather 450X Gen 3, সিঙ্গেল চার্জে চলবে 146 কিমি

Redmi Note 11S স্মার্টফোনের দাম এবং অফার

Redmi Note 11S স্মার্টফোনটি 16,499 টাকার প্রারম্ভিক দামে তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনে 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর সাথে এই Redmi ফোনে 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যদি আপনার পুরানো ফোনের মূল্য 1500 টাকা হয়, তাহলে আপনি এই ফোনে 5500 টাকা ছাড় পাবেন। অর্থাৎ ফোনটির দাম হবে 11,499 টাকা। তবে পুরনো ফোনের মান তার অবস্থার উপর এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে। Redmi Note 11S স্মার্টফোনটি HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Redmi Note 11S স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

Redmi Note 11S 5G স্মার্টফোনটিতে একটি 6.43-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল ফুল HD+ 1080 x 2400 পিক্সেল। এই ফোনের ফ্রন্টে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে।এই ফোনের ডিসপ্লের রিফ্রেশরেট হল 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট হল 240Hz। আরও পড়ুন: ভারতে 8 ডিসেম্বর লঞ্চ হবে Realme 10 Pro সিরিজ, আসবে একাধিক লো বাজেট 5G ফোন

এই ফোনে Mediatek Helio G96 প্রসেসর দেওয়া হয়েছে। এই Redmi ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করা হয়েছে। এই ফোনটিতে একটি 5000 mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং রয়েছে।

এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে। Redmi-এর এই ফোন সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Redmi Note 11S স্মার্টফোনটিতে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, কম্পাস এবং ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে।  আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno 9 5G স্মার্টফোন, কম দামে 64MP Camera এবং 12GB RAM এর সঙ্গে পাওয়া যাবে অসাধারণ স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here