Categories: খবর

লিক হল Samsung Galaxy F55 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস, পাওয়া যাবে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 12GB RAM

সম্প্রতি ভারতে স্যামসাঙ তাদের Galaxy M55 5G ফোনটি লঞ্চ করেছে। এবার কোম্পানি Galaxy F55 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী মাসে লঞ্চ করা হবে। তবে টিপস্টার অভিষেক যাদব এই ফোনের দাম এবং ডিটেইলস সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন এই ফোনটি স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটাই Galaxy M55 ফোনটির মতো হবে। এই ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লের সঙ্গে সঙ্গে 50MP OIS ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy F55 ফোনের প্রাইস ডিটেইলস

  • Samsung Galaxy F55 ফোনের 8GB+128GB মডেল – ₹26,999
  • Samsung Galaxy F55 ফোনের 8GB+256GB মডেল – ₹29,999
  • Samsung Galaxy F55 ফোনের 12GB+256GB মডেল – ₹32,999

কম্মপানি তাদের Samsung Galaxy F55 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করবে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হবে এবং এর দাম 26,999 টাকা রাখা হবে। দ্বিতীয় মডেলে 8GB RAM + 256GB মেমরি থাকবে এবং এই মডেলটি 29,999 টাকা দামে পেশ করা হবে। 12GB RAM + 256GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেল 32,999 টাকা দামে সেল করা হবে।

Samsung Galaxy M55 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 100 নিটস ব্রাইটনেস এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটিতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 1টি Cortex-A710 কোর, 3টি 2.36GHz Cortex-A710 কোর এবং 4টি 1.8GHz Cortex-A510 কোর রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই এর আঙ্গে পেশ করা হয়েছে।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung M55 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, ভিডিও কলকরা এবং রীল তৈরির জন এই ফোনে 50 মেগাপিক্সেলের সুন্দর ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা সেন্সর এফ/2.4 অ্যাপার্চারে কাজ করে। এই ফোনের মাধ্যমে ডুয়েল রেকর্ডিং ফিচার ব্যাবহার করে একই সঙ্গে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরায় ভিডিও একই ফ্রেমে রেকর্ড করা যায়।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই সুপার ফাস্ট চার্জিং 2.0 টেকনোলজি ফোনটি দ্রুত চার্জ করার পাশাপাশি ব্যাটারি হেল্থ বজায় রাখতে সাহায্য করে।