50MP Selfie Camera সহ নতুন ফোন লঞ্চ করল Samsung! জেনে নিন 12GB RAM সহ এই ফোনের দাম

স্যামসাঙ গ্যালাক্সি এম সিরিজের অধীনে নতুন ফোন ভারতের মার্কেটে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ লুক ও সুন্দর স্পেসিফিকেশন সহ Samsung Galaxy M15 5G এবং Samsung Galaxy M55 5G ফোন লঞ্চ করা হয়েছে। লো বাজেট Samsung Galaxy M15 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। সিরিজের প্রিমিয়াম Samsung Galaxy M55 5G ফোনটি সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হল।

Samsung Galaxy M55 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 100 নিটস ব্রাইটনেস এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটিতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 1টি Cortex-A710 কোর, 3টি 2.36GHz Cortex-A710 কোর এবং 4টি 1.8GHz Cortex-A510 কোর রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই এর আঙ্গে পেশ করা হয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung M55 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, ভিডিও কলকরা এবং রীল তৈরির জন এই ফোনে 50 মেগাপিক্সেলের সুন্দর ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা সেন্সর এফ/2.4 অ্যাপার্চারে কাজ করে। এই ফোনের মাধ্যমে ডুয়েল রেকর্ডিং ফিচার ব্যাবহার করে একই সঙ্গে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরায় ভিডিও একই ফ্রেমে রেকর্ড করা যায়।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই সুপার ফাস্ট চার্জিং 2.0 টেকনোলজি ফোনটি দ্রুত চার্জ করার পাশাপাশি ব্যাটারি হেল্থ বজায় রাখতে সাহায্য করে।

Samsung Galaxy M55 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage = ₹26,999
  • 8GB RAM + 256GB Storage = ₹29,999
  • 12GB RAM + 256GB Storage = ₹32,999

ভারতের বাজারে Samsung Galaxy M55 5G ফোনটি তিনটি মডেলে পেশ করা হয়েছে। ফোনটির দুটি মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB মেমরি দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 29,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 12GB RAM + 256GB Storage সহ Galaxy M55 5G ফোনের টপ মডেল 32,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি Light Green এবং Denim Black কালারে সেল করা হবে। লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Samsung Galaxy M55 5G ফোনের ফিচার

  • 13 5G Bands
  • NFC
  • USB Type-C 2.0
  • Bluetooth 5.2
  • 5GHz Wi-Fi
  • Type-C Earjack
  • Stereo Speakers
  • In-Display Fingerprint
  • 4 years OS upgrades
  • 5 years Security Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here