24 জুন ভারতে লঞ্চ হতে চলেছে নতুন Vivo T4 Lite 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6,000mAh ব্যাটারি

সম্প্রতি Vivo ভারতে 37,999 টাকা প্রাথমিক দামে Vivo T4 Ultra 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Vivo T4 Lite 5G নামের একটি সস্তা স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 24 জুন ভারতে এই ফোনটি পেশ করা হবে। বড় ব্যাটারি সহ এই আপকামিং ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo T4 Lite 5G ফোনের লঞ্চ ডেট

Vivo আগামী 24 জুন ভারতে Vivo T4 Lite 5G ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টার সময় এই ফোনটির লঞ্চের মধ্য দিয়ে দাম ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে ঘোষণা করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে, যার ফলে বোঝা যাচ্ছে এই শপিং সাইটের মাধ্যমেই এই ফোনটি সেল করা হবে। ভিভো ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ফোনটির প্রাইস অ্যানাউন্সমেন্ট দেখা গেছে।

Vivo T4 Lite ফোনের ডিটেইলস

Vivo T4 Lite ফোনটির লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে এই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে একটানা 70 ঘণ্টার চেয়েও বেশি Spotify মিউজিক শোনা যাবে।

কোম্পানি জানিয়েছে Vivo T4 Lite 5G ফোনে বিভিন্ন Smart AI ফিচার দেওয়া হবে, যার সাহায্যে ডেইলি টাস্কের পাশাপাশি ছবি এডিটের ক্ষেত্রেও সাহায্য পাওয়া যাবে। এই ফোনটিতে 1000nits ব্রাইটনেস সহ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে যোগ করা হবে। জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Vivo T4 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের AnTuTu স্কোর 433K+ হবে। এই ফোনে 2TB মেমরি কার্ড সাপোর্ট পাওয়া যাবে এবং Dual 5G Sim ব্যাবহার করা যাবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা ক্যামেরা শয়েটাও থাকবে।

Vivo T4 Ultra ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • 6.67″ 120Hz AMOLED Display
  • MediaTek Dimensity 9300+
  • 12GB RAM + 512GB Storage
  • 12GB Expandable RAM
  • 50MP+50MP+8MP Rear Camera
  • 32MP Selfie Camera
  • 90W Fast Charging
  • 5,500mAh Battery

দাম

ভারতের বাজারে Vivo T4 Ultra ফোনটি মোট তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8GB RAM ও 256GB স্টোরেজ সহ এই ফোনের বেস মডেলের দাম 37,999 টাকা রাখা হয়েছে। একইভাবে এই ফোনের 12GB+256GB মডেলের দাম 39,999 টাকা এবং 12GB+512GB টপ মডেলের দাম 41,999 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে

Vivo T4 Ultra ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই On-cell টেকনোলজি সহ স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য Vivo T4 Ultra ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এই 64-বিট প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর থেকে শুরু করে 3.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19,45,481 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Immortalis-G720 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

ভারতে Vivo T4 Ultra 5G ফোনটি 8GB ও 12GB RAM অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 12GB RAM Expansion টেকনোলজি যোগ করা হয়েছে, যার সাহায্যে এই ফোনে মোট 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে LPDDR5 RAM + UFS 3.1 Storage টেকনোলজি রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo T4 Ultra 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT702 প্রাইমারি সেন্সর, এফ/2.55 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Vivo T4 Ultra 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 13 ঘণ্টা 24 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনের ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। টেস্টিঙের সময় ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ করতে মাত্র 34 মিনিট সময় লেগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here