8 হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে 32 ইঞ্চির Smart TV, জেনে নিন বিস্তারিত

একটা সময় ছিল যখন Smart TV কেনা বিশাল কিছু ছিল, আজ আর সেই দিন নেই। তখন ভাবতেও অবাক লাগতো টিভিতেও ইন্টারনেট চলবে, তবে এখন 10 হাজার টাকার কম দামে স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে। যেসব ইউজাররা সস্তা Android TV কেনার কথা ভাবছেন, তবে জানিয়ে রাখি 32 ইঞ্চির স্মার্ট টিভি মাত্র 8 হাজার টাকা দামে কিন নিতে পারবেন।

32 ইঞ্চির Smart TV

আমরা এই পোস্টে Infinix 32Y1 Plus স্মার্ট টিভি সম্পর্কে জানাচ্ছি। এই বছর অর্থাৎ 2024 সালে 32 ইঞ্চির এই স্মার্ট টিভি অসাধারণ ফিচার সহ ভারতে লঞ্চ করা হয়েছিল। এই Android TV 9,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এখন শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র 8,499 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক অফার সহ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটি 7,854 টাকা দামে কেনা যাবে।

Smart TV এর অফার

  • শপিং সাইট ফ্লিপকার্টে ইনফিনিক্স স্মার্ট টিভিটি 8,499 টাকা দামে সেল করা হচ্ছে।
  • কোম্পানির পক্ষ থেকে এই টিভিতে 850 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • এই স্মার্ট টিভিতে 850 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পর এটি মাত্র 7,854 (8499−850) টাকা দামে সেল করা হচ্ছে।
  • ইউজাররা IDFC First Credit, DCB Bank Debit এবং BOB Card কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই অফারের সুবিধা পাবেন।
  • জানিয়ে রাখি 3 মাসে ইএমআই সহ স্মার্ট টিভিটি কিনলে 7,854 টাকা দামে পাওয়া যাবে। একইভাবে 6 মাসে ইএমআই সহ স্মার্ট টিভিটি কিনলে 7,988 টাকা দাম হবে।

এই 32 ইঞ্চির স্মার্ট টিভি কম দামে কেনার জন্য (এখানে ক্লিক করুন)

Infinix 32Y1 Plus এর ফিচার

  • Infinix 32Y1 Plus স্মার্ট টিভিতে 32 ইঞ্চির HD-ready ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে চারদিক দিয়ে অত্যন্ত পাতলা বেজাল রয়েছে। শার্প এবং ভাইব্রেন্ট ভিজুয়াল দেয়াড় জন্য টিভি স্ক্রিনে 250nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • এই Android TV কোয়ার্ড কোর প্রসেসর সহ কাজ করে। এতে 4GB RAM স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে দারুণ সাউন্ডের জন্য Dolby Audio সাপোর্টেড 16ওয়াটের দুটি stereo speakers যোগ করা হয়েছে।
  • হার্ডওয়্যার এবং পোর্টসের জন্য Infinix 32Y1 Plus স্মার্ট টিভিতে 2 HDMI, 2 USB এবং একটি LAN কানেকশন দেওয়া হয়েছে। অন্যদিকে এই স্মার্ট টিভিতে হেডফোন জ্যাকও সাপোর্ট করে।
  • ওয়্যারলেস ভাবে ফোন এবং ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করার জন্য Miracast ফিচার দেওয়া হয়েছে। এর ফলে দুটি ডিভাইসের স্ক্রিন মিরর করা যাবে।
  • ইনফিনিক্স স্মার্ট টিভির রিমোট অত্যন্ত হালকা এবং পাতলা দেওয়া হয়েছে। এতে খুবই কম বাটন এবং এতে streaming platform এর জন্য ডেডিকেটেট বাটন রয়েছে।
  • বিনোদনের জন্য Infinix 32Y1 Plus টিভিতে Jio Cinema, Hotstar, Prime Video, SonyLiv, Zee5, ErosNow এবং YouTube এর মতো বিভিন্ন প্রিলোডেড অ্যাপ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here