13 হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে 43 ইঞ্চির Smart TV, জেনে নিন অফার ডিটেইলস

আজকের দিনে দাঁড়িয়ে Smart TV এর ক্রেজ ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে যারা টিভি কিনছেন তাঁরা শুধুমাত্র স্মার্ট টিভিই কিনছেন বললে খুব একটা ভুল হবে না। যারা একটি নতুন 43-ইঞ্চির Android TV কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা এমন একটি অফার সম্পর্কে জানাতে চলেছি যেখানে একটি সুন্দর স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে মাত্র 12,150 টাকার বিনিময়ে।

43-ইঞ্চির স্মার্ট টিভির অফার

এই পোস্টে VW ব্র্যান্ডের 43-ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন সহ স্মার্ট টিভি সম্পর্কে জানানো হচ্চে। এই অ্যান্ড্রয়েড টিভিটি কোম্পানির Playwall Frameless সিরিজের টিভি এবং এতে বড় ডিসপ্লের সঙ্গে বেজল লেস প্যানেল রয়েছে। এই Smart TV এর দাম, ডিল এবং অফার সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

  • শপিং সাইট আমাজন এই 43-ইঞ্চির স্ক্রিন সহ Android TV মাত্র 13,499 টাকা দামে লিস্টেড করা হয়েছে।
  • কোনো কার্ড ব্যাবহার না করেই এই স্মার্ট টিভি এই দামে কেনা যাবে।
  • এই টিভির দামে 10 শতাংশ (1,349 টাকা) পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।
  • কিছু বাছাই করা ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে এই টিভির দাম পড়বে মাত্র 12,150 টাকা (₹13499-₹1349)।
  • Smart TV এর দামে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য BOBCard, Federal Bank, IDFC First এবং HDFC Bank Credit Card এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • একই সঙ্গে Axis Bank Credit Card EMI এর ক্ষেত্রে 7.5% ছাড় পাওয়া যাবে। এর ফলে এই টিভির দাম পড়বে মাত্র 12,487 টাকা (₹13499-₹1012)।

কম দামে 43-ইঞ্চির VW Playwall Frameless Series Full HD Android Smart LED TV কেনার জন্য এবং এই টিভির দামে সমস্ত অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

স্মার্ট টিভির ফিচার

  • ডিসপ্লে: এই স্মার্ট টিভিতে 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 43 ইঞ্চির FHD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এতে 178 ডিগ্রী ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যায়।
  • ডিসপ্লে টেকনোলজি: VW এর এই অ্যান্ড্রয়েড টিভির ডিসপ্লে IPE টেকনোলজি দিয়ে তৈরি এবং এতে LED প্যানেল যোগ করা হয়েছে। সুন্দর পিকচার কোয়ালিটির জন্য এতে Eco Vision এর সঙ্গে HDR10, 4000:1 কন্ট্রাস্ট রেশিও এবং 280nits ব্রাইটনেস পাওয়া যায়।
  • প্রসেসর: এই 43 ইঞ্চির Smart TV Linux OS এ কাজ করে এবং এতে কোয়াড কোর প্রসেসর যোগ করা হয়েছে। অ্যাপ ও ডেটা স্টোর করার জন্য এই টিভিতে 8GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: এই স্মার্ট টিভিতে 2 HDMI পোর্ট, 2 USB পোর্ট এবং 1 Optical Output রয়েছে। এতে সেট টপ বক্স, গেমিং কনসোল, হার্ড ড্রাইভ, পেনড্রাইভ এবং অন্যান্য ইউএসবি পোর্টের পাশাপাশি স্পিকার এবং সাউন্ড বার যোগ করা যায়।
  • সাউন্ড: মিউজিক উপভোগ করার জন্য এই স্মার্ট টিভিতে 20W Speaker দেওয়া হয়েছে। এই Surround স্পিকারে স্টেরিও সাউন্ড পাওয়া যায়।
  • ওটিটি: এই 43 ইঞ্চির স্মার্ট টিভিতে JioCinema, Prime Video, Hotstar, Netflix, Zee5, SonyLiv, Sun NXT, YouTube, plex, YUPPTV, Eros now এবং AajTak অ্যাপ প্রিলোডেড রয়েছে।
  • স্ক্রিন কাস্ট: এই স্মার্ট টিভিতে Screen Mirroring অপশন রয়েছে। এই ফিচারের মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন টিভির সঙ্গে কানেক্ট করা যায় এবং ফোনের ভিডিও ও ফটো সরাসরি টিভিতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here