5080mAh ব‍্যাটারি, 64MP ক‍্যামেরা, 8GB র‍্যাম যুক্ত Redmi K50i স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট, জেনে নিন অফার সম্পর্কে

Redmi ভারতে গত মাসে নিজের লেটেস্ট Redmi K50i ফোনটিকে লঞ্চ করেছিল। এই স্মার্টফোনের দামে এখন অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Amazon India-তে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনে এখ 4,500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনিও যদি প্রিমিয়াম মিড রেঞ্জ সেগ্মেন্টে একটি অসাধারণ স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ফোনটিকে বেছে নিতে পারেন। এই আর্টিকেলে লেটেস্ট Redmi K50i স্মার্টফোনে উপলব্ধ ডিসকাউন্টের সম্পর্কে ডিটেইলসে জানানো হবে। এর সাথেই এই আর্টিকেলে ফোনটির সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে‌ও তথ‍্য শেয়ার করা হবে।

Redmi K50i-এর অফার

Redmi K50i স্মার্টফোনে আমাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে 1,500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর সাথেই ICICI ব‍্যাঙ্ক এবং SBI ক্রেডিট কার্ডে 3,000 টাকার ইন্সট‍্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। রেডমির এই ফোনে মোট 4,500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। রেডমির এই ফোনটি 25,999 টাকা দামে লিস্ট হয়েছে, কিন্তু অফারের সাথে ফোনটিকে 21,499 টাকা দামে কেনা যেতে পারে।

রেডমি কে50আই স্মার্টফোনটিকে ভারতে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির প্রথম ভেরিয়েন্টটিকে 6GB র‍্যাম এবং 128GB স্টোরেজ সহ 25,999 টাকা এবং দ্বিতীয় ভেরিয়েন্টটিকে 8GB র‍্যাম সহ 256GB স্টোরেজ মডেলটিকে 28,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। উপরে বলা অফারটি দুটি ভেরিয়েন্টে‌ই উপলব্ধ।

Redmi K50i-এর স্পেসিফিকেশন

Redmi K50i স্মার্টফোনে 6.6 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি‌র রেজল্যুশন 2460×1080 পিক্সেল, রিফ্রেশরেট 144Hz এবং টাচ স‍্যাম্পলিং রেট 270Hz। এই ডিসপ্লেটি‌র কন্ট্রাস্ট রেশিও 1400:1 এবং ম‍্যাক্সিমাম ব্রাইটনেস 650 নিটস। এই ফোনের ডিসপ্লেটি‌কে Corning Gorilla Glass 5-এর মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়েছে, এর সাথেই ফোনটি HDR10 এবং Dolby Vision সাপোর্ট করে।

Redmi K50i স্মার্টফোনে MeduaTek Dimensity 8100 প্রসেসর এবং Mali G610 GPU দেওয়া হয়েছে। রেডমির এই ফোনটি Android 12 আধারিত MIUI 13-এ রান করে। Xiaomi-এর বক্তব্য এই ফোনে দুইটি অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ক‍্যামেরা‌র কথা বলা হলে Redmi K50i স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক‍্যামেরা f/1.89 অ্যাপার্চার যুক্ত 64 মেগাপিক্সেলের। এর সাথেই ফোনে 8MP-এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP-এর ম‍্যাক্রো ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে 16MP-এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

রেডমির এই লেটেস্ট স্মার্টফোন‌টি 5,080mAh ব‍্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে Type-C চার্জিং পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, 3.5mm অডিও জ‍্যাক এবং IR ব্লাস্টার দেওয়া হয়েছে। এই ফোনটি স্টিরিও স্পীকার সেট‌আপ এবং ডল্বি অ্যাটমোস অডিও সাপোর্ট করে। Redmi K50i স্মার্টফোনটিকে কুইক সিল্ভার, স্টিল্থ ব্ল‍্যাক এবং ফ‍্যান্টাম ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। কানেক্টিভিটি‌র জন্য এই ফোনে ডুয়াল সিম, 5G, Bluetooth 5.3, WiFi 6, NFC, GPS, Glonass এবং Galileo দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here