মোবাইল কিনলে বাইক ফ্রি! শুনলেই আশ্চর্য হতে হয়, তাই না? টেক ব্র্যান্ড টেকনো তাদের ইউজারদের জন্য আদতেই এমন একটি অফার নিয়ে এসেছে। গত সপ্তাহে কোম্পানি তাদের লো বাজেট Tecno Pova Curve স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল। আজ থেকে ফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সঙ্গে দুর্দান্ত অফার জারি করা হয়েছে। Tecno Pova Curve স্মার্টফোনটি কিনলে Royal Enfield মোটোরসাইকেল ফ্রি পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pova Curve 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।
ফোনের সঙ্গে বাইক ফ্রি
টেকনো তাদের Pova Curve 5G ফোনটিতে এই অফার জারি করেছে। অফারে এই ফোনটি কিনলে ভাগ্যবান গ্রাহকদের Royal Enfield মত্রবাইক বা স্কুটার দেওয়া হব। সিলেক্টেড ইউজাররাই দুর্দান্ত প্রাইসের সঙ্গে এই অফার উপভোগ করতে পারবেন। লাকি ড্রতে যেসব ভাগ্যবান ক্রেতাদের নাম উঠবে, শুধুমাত্র তাঁরাই এই দুর্দান্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন। শপিং সাইট ফ্লিপকার্ট বা অফলাইন রিটেইলস স্টোর ও মোবাইল দোকানের মাধ্যমে Pova Curve 5G ফোনটি সেল করা হচ্ছে।
মোবাইল কিনলেই ফ্রি গিফট
মোটর সাইকেল সহ এই সস্তা টেকনো 5G ফোনের গ্রাহকদের কোম্পানির পক্ষ থেকে ‘অ্যাশিওর্ড গিফট’ দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ একদিকে সিলেক্টেড ইউজাররাই শুধুমাত্র স্কুটার এবং বাইক জিতে নিতে পারবেন, অন্যদিকে যেসব ইউজাররা Tecno Pova Curve 5G ফোনটি কিনবেন, কোম্পানির পক্ষ থেকে তাদের কিছু না কিছু উপহার দেওয়া হবে। এছাড়া বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং এক্সন্টেডেড ওয়ারেন্টটির মতো অপশনও রয়েছে।
Tecno Pova Curve 5G এর দাম
- 6GB RAM + 128GB Storage – ₹15,999
- 8GB RAM + 128GB Storage – ₹16,999
আজ অর্থাৎ 5 জুন দুপুর 12 টা থেকে Tecno Pova Curve 5G সেল শুরু হয়েছে। ফোনের 6GB RAM ভেরিয়েন্ট এক্সক্লুসিভভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। অন্যদিকে রিটেইল স্টোরের মাধ্যমে 8GB RAM ভেরিয়েন্ট কেনা যাচ্ছে। এই ফোনটিতে 10 মাস পর্যন্ত No—Cost EMI অপশনও রয়েছে। ইউজাররা কোম্পানির কম দামে Tecno Pova Curve ফোনটি প্রতিদিনে মাত্র 57 টাকার ইএমআইতেও কিনতে পারবেন।
Tecno Pova Curve 5G এর স্পেসিফিকেশন
- 6.78 144Hz Curve AMOLED Display
- MediaTek Dimensity 7300 Ultimate
- 8GB RAM + 128GB Storage
- 8GB Virtual RAM
- 64MP Back Camera
- 13MP Front Camera
- 5500mAh Battery
- 45W Fast Charging
ডিসপ্লে: TECNO POVA Curve 5G ফোনটিতে 6.78 ইঞ্চির FHD+ কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট, স্ক্রিন টু-বডি রেশিও 93.8% এবং 1300 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: TECNO POVA Curve ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। এতে 4x Cortex-A78 @2.5GHz এবং 4x Cortex-A55 @2.0GHz কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 684142 AnTuTu স্কোর পেয়েছে।
স্টোরেজ: ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি মডেলে 12GB RAM (6GB + 6GB ভার্চুয়াল) এবং দ্বিতীয় মডেলে 16GB RAM (8GB + 8GB ভার্চুয়াল) ফিচার দেওয়া হয়েছে। উভয় ভেরিয়েন্টে 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে LPDDR5 RAM টেকনোলজি রয়েছে, যা ফাস্ট এবং স্মুথ মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
ক্যামেরা: TECNO POVA Curve 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য TECNO POVA Curve 5G ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে PC Mark Battery স্কোর 11 ঘন্টা 19 মিনিট। টেস্ট চলাকালীন 20% থেকে 100% চার্জ হতে 55 মিনিট সময় লেগেছে।
এই POVA Curve 5G ফোনের বিকল্প
স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
---|---|
Alcatel V3 Pro | 17,999 টাকা |
OPPO K13 | 17,999 টাকা |
Realme 14T | 17,999 টাকা |
- Alcatel V3 Pro: NXTPAPER LCD ডিসপ্লে, অসাধারণ পারফরমেন্স
- OPPO K13: স্ন্যাপড্রাগন 6 জেন 4 চিপ, 7000mAh ব্যাটারি
- Realme 14T: 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 6.7 ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপ