সম্প্রতি ওপ্পোর পক্ষ থেকে জানিয়েছিল ভারতে তাদের ‘K’ সিরিজের সংখ্যা বাড়িয়ে OPPO K13 5G স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র নাম জানানো হয়েছে এবং অন্যান্য তথ্য শেয়ার করা হয়নি। তবে কোম্পানির ঘোষণার আগেই আমরা ফোনের রিটেইল বক্স পেয়েছি, নিচে এই বক্সের ফটো দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং OPPO K13 5G ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস।
OPPO K13 5G এর রিটেইল বক্সের ফটো:
OPPO K13 5G এর স্পেসিফিকেশন (লিক)
- 6.67″ FHD+ 120z Display
- Qualcomm Snapdragon 6 Gen 4
- 50MP Rear Camera
- 16MP Selfie Camera
- 7,000mAh Battery
- 90W Fast Charging
ডিসপ্লে: OPPO K13 5G ফোনটি 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে লঞ্চ করা হতে পারে। এই ফোনের পাঞ্চ-হোল স্টাইল সহ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর: OPPO K13 5G ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 জেন 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
ক্যামেরা: লিক অনুযায়ী OPPO K13 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO K13 ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K13 5G ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। জারিয়ে রাখি এই তথ্য সঠিক হলে কোম্পানির প্রথম এত বড় ব্যাটারি সহ OPPO K13 ফোনটি পেশ করবে।
OPPO K12 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Oppo K12 ফোনে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 1100 নিটস অফ পীক ব্রাইটনেস রয়েছে।
- প্রসেসর: চীনে বাজারে উপস্থিত এই ফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 12GB LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন (OIS) 50 মেগাপিক্সেল ইমেজ সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। Oppo K12 ফোনের ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,500mAh ব্যাটারি সহ 100W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্ট করে।