9 জানুয়ারি POCO তাদের POCO X7 সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে POCO X7 5G এবং POCO X7 Pro স্মার্টফোন দুটি ভারতে পেশ করা হবে। এই ফোনদুটি মিড বাজেট রেঞ্জে স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ আসতে চলেছে। পোকো এক্স7 প্রো ফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে চলেছে। অন্যদিকে লঞ্চের আগেই ইন্টারনেটে লিকের মাধ্যমে POCO X7 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
POCO X7 5G এর স্পেসিফিকেশন (লিক)
- MediaTek Dimensity 7300 Ultra
- 6.67″ 3D Curved AMOLED Screen
- 50MP OIS Back Camera
- 20MP Selfie Camera
- 5,110mAh Battery
- 45W Turbo Charging
প্রসেসর
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং POCO X7 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Xiaomi Hyper OS সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
ডিসপ্লে
POCO X7 5G ফোনে CrystalRes 3D Curved স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনে 2712 × 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2560Hz টাচ স্যাম্পেলিং রেট থাকবে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য POCO X7 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য POCO X7 5G ফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স যোগ করা হতে পারে।
ব্যাটারি
বর্তমানে প্রায় সমস্ত স্মার্টফোনই বড় ব্যাটারি দেওয়া হচ্ছে এবং আপকামিং POCO X7 5G ফোনের ক্ষেত্রেও একইরকম হবে। লিক অনুযায়ী POCO X7 5G ফোনে 45 ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,110এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
টিপস্টার সুধাংশু আপকামিং POCO X7 5G ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে। 9 জানুয়ারি ফোনটি লঞ্চ করা হবে এবং একইসঙ্গে ফোনের দাম সহ ফিচার ও স্পেসিফিকেশন জানানো হবে। POCO X7 5G ফোনটি লঞ্চ না হওয়া পর্যন্ত প্রকাশ্যে আসা সমস্ত স্পেসিফিকেশন লিক হিসেবে মনে করা হবে।