Categories: খবর

6,000mAh Battery এবং 24GB RAM-এর ক্ষমতা সহ Vivo লঞ্চ করল এই নতুন 5G Phone

Vivo আজ তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ‘ওয়াই’ সিরিজের অধীনে এক সঙ্গে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি ফোন Vivo Y200, Y200t এবং Y200 GT নামে পেশ করা হয়েছে। আপাতত এই ফোনগুলি শুধু চীনেই সেল করা হবে। Snapdragon 6 Gen 1 চিপসেট, 6000mAh Battery এবং 24GB RAM (12GB+12GB) সহ Vivo Y200 5G স্মার্টফোন সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y200 ফোনের স্পেসিফিকেশন (চীন)

ডিসপ্লে: Vivo Y200 ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট এবং 1300nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং OriginOS 4 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 4 ন্যানোমিটার ফেবিকেশনে তৈরি Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: চীনে এই ফোনের 8GB RAM এবং 12GB RAM অপশন লঞ্চ করা হয়েছে। Memory fusion টেকনোলজির মাধ্যমে এই ফোনে physical RAM এর সঙ্গে 12GB Virtual RAM যোগ করে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50-megapixel প্রাইমারি সেন্সর এবং 2-megapixel blur লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y200 ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8-megapixel front ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 24 মিনিটের মধ্যে 0 থেকে 50% পর্যন্ত চার্জ হতে পারে। এছাড়াও এই ফোনটি একবার ফুল চার্জ করলে অনায়াসে 2 দিন ব্যাবহার করা যায়।

অন্যান্য: Vivo Y200 ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফন্তিওাতারপ্রুফ এবং এতে কানেক্টিভিটি ফিচার হিসাবে Bluetooth 5.1 এবং OTG যোগ করা হয়েছে।

Vivo Y200 ফোনের দাম (চীন)

  • 8GB RAM + 128GB Storage : 1599 yuan (প্রায় ₹18,400)
  • 8GB RAM + 256GB Storage : 1799 yuan (প্রায় ₹20,700)
  • 12GB RAM + 256GB Storage : 1999 yuan (প্রায় ₹23,000)
  • 12GB RAM + 512GB Storage : 2299 yuan (প্রায় ₹26,400)

চীনে Vivo Y200 ফোনের দাম 1599 ইউয়ান থেকে শুরু, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 18,400 টাকার কাছাকাছি। এতে 8GB RAM + 128GB Storage রয়েছে। একইভাবে এই ফোনের টপ মডেলে 12GB RAM + 512GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম 2299 ইউয়ান অর্থাৎ প্রায় 26,400 টাকা রাখা হয়েছে।

Vivo Y200 5G ফোনের ভারতীয় মডেল

ভারতের বাজারে Vivo Y200 নামের একটি ফোন আগেই লঞ্চ করা হয়েছে, তবে এই ফোনটি আজ চীনে লঞ্চ করা Vivo Y200 ফোনের চেয়ে একেবারে আলাদা। এই ফোনের ভারতীয় মডেলে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 64MP Rear এবং 16MP Selfie Camera দেওয়া হয়েছে। ভারতে Vivo Y200 5G ফোনটি 21,999 টাকা দামে সেল করা হয়।