Realme তাদের আপকামিং Neo 7 স্মার্টফোন টিজ করেছে, আগামী সপ্তাহের 11 ডিসেম্বর ফোনটি চীনে লঞ্চ করা হবে। GT এবং Neo আলাদা হওয়ার পর ‘নিয়ো’ সিরিজের এটি প্রথম ফোন হতে চলেছে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন সাইটে এই ফোনের স্পেসিফিকেশন এবং রেন্ডার দেখা গেছে। এবার ফোনটি বাজারে লঞ্চ হওয়ার আগেই লুক প্রকাশ্যে এসেছে।
রিয়েলমি তাদের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Realme Neo 7 ফোনের টিজার শেয়ার করেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। নিচে দেওয়া ছবিতে ফোনের লুক এবং ডিজাইন দেখানো হয়েছে। এর মাধ্যমে Realme Neo 7 ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
Realme Neo 7 এর ডিজাইন
- Realme Neo 7 ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। এতে Submarine Blue, Meteorite Black এবং Silver Starship Edition মতো কালার অপশন রয়েছে।
- ফোনের ব্যাক প্যানেলে আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে, এর নীচের ডানদিকে হালকা কাট রয়েছে।
- এই ফোনের ডিজাইন অনেকটা ASUS ROG Phone 9 ফোনের মতো রয়েছে।
- ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে দুটি বড় ক্যামেরা লেন্স ভার্টিক্যাল লোগো এবং সাইডে একটি ছোটো সেন্সর ও LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
- এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে HyperImage+ লেখা রয়েছে, এটি সম্প্রতি লঞ্চ হওয়া Realme GT 7 Pro (রিভিউ) তেও দেখা গিয়েছিল। এই ফোনে বিভিন্ন AI ফিচার এবং শার্প ডিটেইলস ইমেজ পাওয়া যাবে।
- Realme Neo 7 ফোনের ব্যাক প্যানেলে geometric শেপ রয়েছে, এতে diagonal stripes দেওয়া হয়েছে।
- এই ডায়গোনাল স্ট্রিস্প ডিজাইন ফোনের ব্যাক প্যানেলের কালার মডেলে দেওয়া হয়নি। এতে ফ্ল্যাট ফ্রেম রয়েছে এবং ডানদিকে পাওয়ার বাটন ও ভলিউম রকার দেওয়া হয়েছে।
- Realme Neo 7 ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার জন্য হোল স্ক্রিনের উপরে এবং ঠিক মাঝখানে রয়েছে।
- Realme Neo 7 ফোনের অভারঅল ডিজাইন স্টেবল এবং শান্ত ‘স্টারশিপ স্পেস’ অ্যাস্থেটিক দেখাচ্ছে।
Realme Neo 7 এর স্পেসিফিকেশন
- রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং নিয়ো 7 ফোনে Dimensity 9300+ প্রসেসর দেওয়া হবে, যা অন-ডিভাইস AI এবং LLM (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) সাপোর্ট করবে। এই ফোনটিকে গরমের হাত থেকে সুরক্ষার জন্য বড় VC সিস্টেম থাকবে।
- এই ফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হবে।
- Realme Neo 7 ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 সার্টিফিকেশন দেওয়া হবে।
- TENAA লিস্টিং অনুযায়ী রিয়েলমি ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন সহ পেশ করা হবে।
- Realme Neo 7 5G ফোনের থিকনেস 8.5mm এবং এর ওজন 213.4 গ্রাম হবে বলে জানা গেছে।