8GB RAM সহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo Y400 Pro 5G স্মার্টফোন, লিক হল লঞ্চ ডিটেইলস

Vivo এর আপকামিং ‘Y400’ সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টেক ওয়েবসাইট প্যাশনেট গীক্স তাদের রিপোর্টের মাধ্যমে জানিয়েছে শীঘ্রই ভারতে Vivo Y400 Pro 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। লিক রিপোর্টে এই আপকামিং ফোনটির RAM, স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo Y400 সিরিজের কোনো ফোনই লঞ্চ করা হয়নি। এমতাবস্থায় Vivo Y400 Pro 5G ফোনটি এই সিরিজের প্রথম স্মার্টফোন হতে পারে।

Vivo Y400 Pro 5G ফোনের লিক ডিটেইলস

প্যাশনেট গীক্সের রিপোর্ট অনুযায়ী ভারতে খুব তাড়াতাড়ি Vivo Y400 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। রিপোর্টে কোনো নির্দিষ্ট তারিখ বা লঞ্চ টাইমলাইন সম্পর্কে কিছু বলা হয়নি, তবে রিপোর্ট প্রকাশ্যে আসার পর এই ফোনটি জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুর দিকে লঞ্চ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শীঘ্রই ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণাও করা হতে পারে।

লিক অনুযায়ী ভারতে Vivo Y400 Pro 5G ফোনটি 8GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 256GB Storage সহ দুটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। লিকে মেমরি ভেরিয়েন্টের পাশাপাশি কালার অপশন সম্পর্কেও জানানো হয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে ভারতে এই ফোনটি ফেস্টিভ্যাল গোল্ড (Festival Gold) এবং ফ্রিস্টাইল হোয়াইট (Freestyle White) কালারে সেল করা হবে।

সবচেয়ে পাতলা কার্ভ স্ক্রিন ফোন

গত সপ্তাহে আমরা আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম, ভিভো ইন্ডিয়া ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনে সেগমেন্টের সবচেয়ে Slim 3D Curved AMOLED ডিসপ্লে যোগ করা হবে। এই ফোনটি Vivo Y400 সিরিজের নতুন স্মার্টফোন হতে পারে। এও ফোনটির থিকনেস 7.49mm হতে পারে। বর্তমানে Vivo Y400 Pro 5G ফোনটি সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Vivo Y300 Plus ফোনের দাম এবং স্পেসিফিকেশন

কোম্পানির Vivo Y300 Plus ফোনটি বর্তমানে ভারতে ব্র্যান্ডের ‘Y’ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। এই ফোনটি 8GB RAM + 128GB Storage সহ 2024 সালের অক্টোবর মাসে 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শপিং সাইট আমাজনে এই ফোনটি 18,449 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Snapdragon 695 প্রসেসরে রান করে।

Vivo Y300 Plus ফোনে ফটোগ্রাফির জন্য 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W Flash Charge ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 6.78 ইঞ্চির 3D Curved ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here