Airtel পেশ করলো 15GB ডেটা আর OTT সাবস্ক্রিপশনসহ নতুন Reacharge, এবার কি তাহলে চিন্তিত হবে Jio

টেলিকম কোম্পানি Airtel নিজের ইউজারদের জন্য নতুন প্ল‍্যান পেশ করেছে। এয়ারটেলের এই নতুন প্ল‍্যানকে একটি ডেটা প‍্যাক হিসেবে মার্কেটে আনা হয়েছে, যার দাম 119 টাকা। Xstream Mobile Pack নামে আনা এই প্ল‍্যানে‌র সুবিধা শুধুমাত্র প্রিপেইড ইউজাররা পাবে। এই প‍্যাকে ইউজাররা ডেটা 30 দিনের জন্য এয়ারটেল এক্সট্রিম অ্যাপে তিনটি‌র মধ্যে একটি ওটিটি চ‍্যানেলের ফ্রি সাবস্ক্রিপশন পাবে। ইউজাররা এয়ারটেলের এই ডেটা প‍্যাককে Airtel Thanks অ্যাপে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবে। আসুন আগে আপনাকে এই প্ল‍্যানে পাওয়া ডেকা সম্পর্কে জানাই।

Airtel New Plan

এই ডেটা প‍্যাকে কোম্পানি ইউজারকে টোটাল 15GB ইন্টারনেট ডেটা অফার করে। এই প্ল‍্যান ইউজারের রানিং প্ল‍্যানে‌র ভ‍্যালিডিটি পর্যন্ত বা 15 জিবি ডেটা শেষ হ‌ওয়া পর্যন্ত বৈধ থাকবে। এই প্ল‍্যানে‌র নিজের কোনো বৈধতা নেই। এই রিচার্জ অনলাইন বা অফলাইন দুইভাবে‌ই করা যাবে, রিচার্জ হ‌ওয়ার সাথেই ইউজারের অ্যাকাউন্টে সাথে সাথে 15 জিবি ডেটা ক্রেডিট করে দেওয়া হবে।

আপনাকে বলে দিই যে ডেটা ক্রেডিট হ‌ওয়ার পরে ইউজার 30 দিনের সম পাবে, যার মধ্যে সে ইরোজ নাও (হিন্দি), মনোরমা ম‍্যাক্স (মালায়ালাম) বা Hoichoi (বাংলা) এ যেকোনো একটি ওটিটি চ‍্যানেল সিলেক্ট করতে পারবে। পছন্দ অনুযায়ী ওটিটি চ‍্যানেলকে অ্যান্ড্রয়েড আর iOS ডিভাইসে এয়ারটেল এক্সট্রিম অ্যাপে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া প্ল‍্যানে‌র ভ‍্যালিডিটি আর ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনের ভ‍্যালিডিটি একে অন‍্যের আলাদা হবে। ওটিটি অ্যাপের মান্থলি ভ‍্যালিডিটি সাবস্ক্রিপশন ডেটে কাউন্ট হবে।

JioPhone Next এর লঞ্চে ভয় পায়না এয়ারটেল!

বিগত দিনে এয়ারটেলের মুখ‍্য কার্যকারি অধিকারি গোপাল বিট্টল ইটি টেলিকমের সাথে কথায় JioPhone Next এর সম্পর্কে বলেছে যে কোম্পানি (Airtel) জানে যে কিভাবে মোকাবেলা করতে হবে। আসলে টেলিকম কোম্পানি Bharti Airtel Reliance Jio এর অর্থনৈতিক 4G স্মার্টফোন JioPhone Next এর সাথে প্রতিযোগিতা চালু রাখার জন্য তারা সাব্সিডি সস্তা করবে না।

তিনি বলেছেন যে ব‍্যাঙ্কের সাথে লোনের জন্য অংশিদারি করার বদলে Airtel অর্থনৈতিক হ‍্যান্ডসেটের জন্য অরিজিনাল ইকুইপমেন্ট মেকারদের সাথে অংশিদারি করার রাস্তা বেছে নিয়েছিল। তিনি পরামর্শ দিয়েছে যে টেলিকম কোম্পানি গুলি এই ভাবেই বিকল্প বেছে নিতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here