27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Amazon Great Indian Festival, জেনে নিন ডিল এবং ডিসকাউন্ট ডিটেইলস

আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিবল 2024 (Amazon Great Indian Festival 2024) সেলের ঘোষণা হয়েছে। আগামী 27 সেপ্টেম্বর থেকে এই বছরের সবচেয়ে বড়ো সেল শুরু হতে চলেছে। জানিয়ে রাখি ফ্লিপকার্টের ‘বিগ মিলিয়ন ডেজ সেল’ এই দিন থেকে শুরু হবে। আমাজনের প্রাইম মেম্বার 26 সেপ্টেম্বর রাত থেকেই কেনাকাটা করতে পারবেন। আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিবল সেলে আইফোন 13, স্যামসাঙ গ্যালাক্সি এস24 আলট্রা এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 6 এর মতো টপ স্মার্টফোনগুলিতে দুর্দান্ত অফার পাওয়া যাবে। এই বছর স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, ট্যাবলেট, ভিয়ারেবলস, হোম অ্যাপ্লায়েন্সেস, কিচেন অ্যাপ্লায়েন্সেস এর উপর আকর্ষণীয় অফার এবং ছাড় দেওয়া হবে। এই সেলের মাধ্যমে স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই সমস্ত জিনিসের দাম কমানো ছাড়াও এক্সচেঞ্জ বোনাস এবং এসবিআই কার্ডে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে।

Amazon Great Indian Festival 2024 সেল ডেট

আগামী 27 সেপ্টেম্বর থেকে আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিবল সেল শুরু হতে চলেছে। আমাজন প্রাইম মেম্বাররা আর্লি অ্যাক্সেসেস করতে পারবে অর্থাৎ 26 সেপ্টেম্বর মধ্য রাতে শুধু মাত্র প্রাইম মেম্বাররা এই সেল উপভোগ করতে পারবে।

এসবিআই ক্রেডিট বা ডেভিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ বেশি ছাড় পাওয়া যাবে। আবার ইউপিআই এর মাধ্যমে কিনলে কমপক্ষে 1000 টাকার অর্ডারে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

এই স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে অসাধারণ ডিল

আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিবল 2024 এর টিজার অনুযায়ী সেলের সময় বেশ কিছু স্মার্টফোন আকর্ষণীয় অফার সহ পাওয়া যাবে। এর মধ্যে ওয়ানপ্লাস 12আর, স্যামসাঙ গ্যালাক্সি এম35 5জি, রেডমি 13সি, ওয়ানপ্লাস নর্ড সিই লাইট, স্যামসাঙ গ্যালাক্সি এস24 আলট্রা, শাওমি 14 সিবি, মোটোরোলা রেজার আলট্রা, iQOO Z9s প্রো 5জি, ওয়ানপ্লাস 11আর, স্যামসাঙ গ্যালাক্সি এস23 আলট্রা, স্যামসাঙ গ্যালাক্সি এ55, পোকো এক্স 6 নিয়ো 5জি মতো ফোনগুলি রয়েছে।

আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিবল 2024 চলাকালীন Apple iPhone 13 ফোনটি আমাজনে 45,999 টাকা দামে লিস্টেড করা হবে। ইউজাররা এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে 2,500 টাকা পর্যন্ত ছাড় পাবে। এছাড়া এক্সচেঞ্জের উপর 3,500 টাকার বেশি ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে মোট দাম কমে 39,999 টাকা হবে। জানিয়ে রাখি কোম্পানি 20 সেপ্টেম্বর দুপুর 3টে নাগাদ কিছু আকর্ষণীয় অফার ঘোষণা করবে। এর মধ্যে টেকনো ফ্যান্টাম ভি ফ্লিপ, অনার 200 5জি, ওপ্পো এফ27 প্রো মতো ফোনগুলিতে ছাড় দেওয়া হবে।

  • আমাজনে সেলের জন্য একটি নির্দিষ্ট মাইক্রোসাইট রয়েছে। তবে এই অফার এখনও সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসেনি, কিন্তু 5G ফোনের ওপর 8,999 টাকা থেকে সেল শুরু হবে।
  • 24 মাসের নো-কোস্ট ইএমআই এবং মোবাইল অ্যাক্সেসারিজ 89 টাকা থেকে শুরু হবে। সেল চলাকালীন স্যামসাঙ গ্যালাক্সি S23 আলট্রা/S24 আলট্রা, ওয়ানপ্লাস 12, iQOO 12 এবং অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলি ডিসকাউন্ট সহ সেল করা হবে।
  • যেসব ইউজাররা অনার প্যাড 9 কিনবেন, তাঁরা বিনামূল্যে ব্লুটুথ কিবোর্ড অ্যাটেচমেন্ট পেয়ে যাবেন।

  • এই সেলে সনি WH1000XM5, ওয়ানপ্লাস নর্ড বার্ডস 3, স্যামসাঙ গ্যালাক্সি বার্ডস 2 প্রো অডিও প্রোডাক্ট অসাধারণ অফার সহ পাওয়া যাবে।
  • সেল চলাকালীন ল্যাপটপ, ক্যামেরা, পেরিফেরল্স এবং স্পিকার/সাউন্ডবার এর মতো ইলেক্ট্রনিক প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় দেওয়া হবে।
  • সেলের মাধ্যমে নতুন Sony PlayStation 5 স্লিম, টিভি মতো প্রোডাক্টগুলিতে ছাড় পাওয়া যাবে।
  • আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিবল সেল 2024 মাধ্যমে ওয়াশিং মেশিনের ওপর 60% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনতে চাইলে রেফ্রিজেটর এর প্রোডাক্টের উপর 55% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

আর্লি অ্যাক্সেসের জন্য কিভাবে নেবেন প্রাইম মেম্বারশিপ?

আমাজন প্রাইম মেম্বার আর্লি অ্যাক্সেসের সহ ফ্রি ডেলিভারি মতো সুবিধা উপভোগ করতে পারেন। জেনে নিন প্রাইম মেম্বারশিপ প্ল্যানের ডিটেইলস…

  • আমাজন প্রাইম মেম্বারশিপ মাসিক প্ল্যানের দাম 299 টাকা রয়েছে। এই প্ল্যানে যেকোনো পাঁচটি স্ক্রিনে 4কে ইউএইচডি (2160পি) মাধ্যমে অ্যাড ফ্রি প্রাইম ভিডিও দেখা যাবে। একইসঙ্গে এক দিনের মধ্যে আনলিমিটেড ফ্রি ডেলিভারি সুবিধা দেওয়া হবে। ছাড়াও Amazon Music এর অ্যাড ফ্রি মিউজিক উপভোগ করতে পারবেন।
  • এর তিন মাসের প্ল্যানের দাম 599 টাকা রয়েছে। এই প্ল্যানে যেকোনো পাঁচটি স্ক্রিনে 4K UHD (2160p) মাধ্যমে অ্যাড ফ্রি প্রাইম ভিডিও দেখা যাবে। একইসঙ্গে ফ্রি ডেলিভারি এবং আমাজন মিউজিক উপভোগ করতে পারবেন।
  • বার্ষিক প্ল্যানের দাম 1,499 টাকা রয়েছে। এই প্ল্যানে যেকোনো পাঁচটি স্ক্রিনে (2160পি) মাধ্যমে অ্যাড ফ্রি প্রাইম ভিডিও দেখা যাবে। একইসঙ্গে ফ্রি ডেলিভারি এবং আমাজন মিউজিক উপভোগ করতে পারবেন।
  • প্রাইম লাইট 12 মাসের প্ল্যানের দাম 799 টাকা। এই প্ল্যানে যেকোনো একটি স্ক্রিনে (মোবাইল বা টিভি) এর মাধ্যমে এইচডি (720পি) অ্যাড ফ্রি প্রাইম ভিডিও দেখা যাবে। একইসঙ্গে ফ্রি ডেলিভারি সুবিধা পাওয়া যাবে।
  • প্রাইম শপিং ভার্সন 12 মাসের প্ল্যানের দাম 399 টাকা রয়েছে। এই প্ল্যানে এই দিন ফ্রি ডেলিভারি সহ আমাজন পে, আইসিআইসিআই ক্রেডিট কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক এবং অ্যামাজন পে ব্যালেন্স ব্যবহার করে সব উবার রাইডে 5 শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। জানিয়ে রাখি প্রাইম লাইট মেম্বারশিপ প্ল্যান্টই লিমিটেড টাইম অফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here