TikTok এর জায়গায় ইউজারদের পছন্দ ‘মেড ইন ইন্ডিয়া’ Chingari অ্যাপ, ডাউনলোড কলেছে আনন্দ মাহিন্দ্রাও

গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ভিডিও মেকিং অ্যাপ টিকটক যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। কয়েক দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ভারতে 61 কোটিরও বেশি মানুষ তাদের ফোনে টিকটক অ্যাপটি ডাউনলোড অর্থাৎ ইনস্টল করেছে। এবার একটি ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপ টিকটককে কড়া টক্কর দিচ্ছে। এই অ্যাপটি খুবই দ্রুত গতিতে জনপ্রিয় হয়ে উঠছে এবং ইতিমধ্যে এটি 25 লক্ষের‌ও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

এই ভারতীয় অ্যাপটির নাম চিঙ্গারি। মাত্র কয়েক দিনের মধ্যে এই অ্যাপটি ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে, এর থেকেই এই অ্যাপের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করা যায়। চিঙ্গারি অ্যাপটি ওড়িশা এবং কর্ণাটকের ডেভেলপাররা ছত্তিশগড়ের আইটি প্রফেশনালদের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে। ভিলাইতে বসবাসকারী চিঙ্গারি অ্যাপের চীফ অফ প্রোডাক্ট সুমিত ঘোষ TOT এর সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন এই অ্যাপটি ডেভেলপ করতে তাদের প্রায় 2 বছর সময় লেগেছে। তাঁর বক্তব্য অনুযায়ী এই অ্যাপটি ভারতীয় ইউজারদের প্রয়োজন ও পছন্দের কথা মাথায় রেখে বানানো হয়েছে।

ডাউনলোড করলেন আনন্দ মাহিন্দ্রা

এই অ্যাপটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্ৰুপের আনন্দ মাহিন্দ্রাও ডাউনলোড করেছেন। এই বিষয়ে তিনি টুইটে লেখেন, “আমি কখনোই টিকটক ডাউনলোড করিনি, তবে এইমাত্র আমি চিঙ্গারি ডাউনলোড করলাম”।

অ্যাপের ফিচার

চিঙ্গারি অ্যাপে ট্রেন্ডিং নিউজ, এন্টারটেইনমেন্ট নিউজ, ফানি ভিডিও, ভিডিও সং, লাভ কোটস, স্ট‍্যাটাস ভিডিওর মতো ফিচার আছে। এই অ্যাপে বর্তমানে প্রচুর মানুষ এন্টারটেইনমেন্ট কন্টেন্ট তৈরি করছে। এছাড়াও এই অ্যাপটি অনেকটা টিকটকের মতোই ইউজারদের ক্রিয়েটিভ স্কিল শেয়ার করার অপশন দেয়।

প্রসঙ্গত কিছু দিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে #BanTikTok ট্রেন্ড শুরু হয় এবং এর ফলস্বরূপ হঠাৎ করে এই অত্যন্ত জনপ্রিয় অ্যাপের রেটিং 1.2 তে নেমে যায়। কিন্তু আবার এক সপ্তাহের মধ্যেই অ্যাপের রেটিং ঠিক হয়ে যায় এবং আবার প্লে স্টোরে এর রেটিং দেখা যায় 4.4।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here