Google করলো এমন ঘটনা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, 4,400 কোটি টাকার ভারি জরিমানা গুনতে হলো তাদের

যখনই কোনো জিনিস খুজতে হয় তখন Smartphone এ ডায়রেক্ট Google করি আমরা। ইন্টারনেট আর ব্রাউজিং এর দুনিয়াতে গুগল সবচেয়ে বড়ো নাম তৈরি হয়েছে। সবরকমের Android Phone আজ Google OS এ চলে। কিন্তু।একটু ভাবুন এতো ভরসা করার পরে আপনি যখন জানতে পারেন যে গুগল‌ও ঘাপলা আর গোলমাল করতে পারে, তো কেমন লাগবে। Google সম্পর্কিত এরকম অবাক করা খবর সামনে এসেছে যার অনুযায়ী গুগল কোম্পানি‌কে কপিরাইট উলঙ্ঘন করায় দোষী প্রমাণিত করা হয়েছে আর এর জন্য Google কে 500 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 4,400 কোটি টাকার জরিমানা লাগানো হয়েছে।

নিউজ এজেন্সির মাধ্যমে খবর পাওয়া গেছে যে Google এর উপরে কয়েক দিন আগে digital copyrights law এর উলঙ্ঘন করার আরোপ লাগানো হয়েছিল। এই আরোপ ফ্রান্সের মিডিয়া হাউস লাগিয়েছিল আর এখন গুগলকে এই আরোপের দোষী করা হয়েছে। আইন ভাঙার জন্য ফ্রান্সের পক্ষ থেকে গুগলের উপরে copyright row এর জন্য 500 million euro ($593 million) এর জরিমানা লাগানো হয়েছে। এই অংকটি ভারতীয় কারেন্সি অনুযায়ী 4,400 কোটি টাকার কাছাকাছি।

এই হলো পুরো ঘটনা

কয়েক দিন আগে ফ্রান্সের নিউজ এজেন্সি আর কিছু মিডিয়া হাউস আমেরিকার কোম্পানির উপরে আরোপ লাগিয়েছিল যে Google সেই মিডিয়া গ্রুপ গুলির বানানো ফোটো, ভিডিও এবং আর্টিকাল সার্চ রেজাল্টে দেখাচ্ছে। আর এই কন্টেন্ট এর জন‍্য গুগলের পক্ষ থেকে মিডিয়া হাউজ গুলিকে কোনো compensation অর্থাৎ ক্ষতিপূরণ টাকা দেওয়া হয়নি। শুধু এই কারনেই ফ্রান্সের পাব্লিশার্স আর গুগলের মাঝে কয়েক মাস ধরে বিবাদ চলছিল আর এখন Google কে EU law governing digital copyrights এর আরোপী করে এর উপরে 500 মিলিয়ন ইউরো এর ফাইন লাগানো হয়েছে।

দেরি করলে দিতে হবে 900,000 euros per day

Google এর উপরে লাগানো এই জরিমানা অনেকটাই বেশি। কিন্তু এর থেকেও বড়ো বিপদ গুগলের জন্য যে এই কোম্পানি‌কে 2 মাসের ভিতরে প্রোপোজাল সাবমিট করতে হবে, যে নিউজ পাব্লিশার্স বা মিডিয়া হাউজকে কত কম্পন্সেশান দেবে। আর যদি দুই মাসের মধ্যে গুগল কোম্পানি এই প্রোপোজাল দিতে সক্ষম না হয় তাহলে তাদের শাস্তি হিসেবে প্রতিদিন 900,000 ইউরো আলাদা ফাইন দিতে হবে। অর্থাৎ প্রতিদিনের জন্য অতিরিক্ত 8 কোটি টাকা দিতে হবে।

Google এর প্রতিক্রিয়া

দোষী আরোপ দেওয়া‌র পরে গুগল বলেছে যে এই সিদ্ধান্তে তারা খুবই হতাশ হয়েছে। Google বলেছে যে আমরা তো ‘good faith’s অর্থাৎ ভালো কাজ করার ইচ্ছায় এই সব করেছিলাম আর এতে অন‍্যদের আপত্তি করায় কথা বলার জন‍্যেও প্রস্তুত ছিলাম। এমতাবস্থায় হঠাৎ এই জরিমানা লাগানো খুবই হতাশাজনক। রিপোর্ট অনুযায়ী Google এর উপরে কোনো কম্পিটিশন অথরিটির পক্ষ থেকে লাগানো এখনো পর্যন্ত সবচেয়ে বড়ো জরিমানা এটি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here