এইসব HMD Phone হবে লঞ্চ, দেখে নিন ফটো এবং ডিজাইন

HMD ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরির ঘোষণা করার পর আজ প্রথমবার কোম্পানি তাদের ডিভাইসগুলি প্রকাশ করেছে। Mobile World Congress 2024 (MWC) এর মঞ্চে HMD Global তাদের ফিউচার পরিকল্পনা দেখানোর পাশাপাশি HMD Phones এর ছবি দেখিয়েছে। নিচে আপকামিং HMD স্মার্টফোন এবং ফিচার ফোনের ইমেজ সহ লঞ্চ টাইমলাইন এবং অন্যান্য তথ্য সম্পর্কে জানানো হল।

HMD Phone এর ফটো

কবে লঞ্চ হবে HMD Phone?

নোকিয়ার পাশাপাশি HMD Global ব্র্যান্ডের অধীনেও ফোন লঞ্চ করা হবে, এই বিষয়ে ঘোষণা হওয়ার পর থেকেই টেক প্রেমীরা এই ফোন লঞ্চের অপেক্ষায় রয়েছে। MWC 2024 এর মঞ্চে কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে ‘Summer 2024’ এ তাদের মোবাইল ফোনগুলি মার্কেটে নিয়ে আসা হবে। এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ হয়নি, তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী প্রথম HMD ফোনটি মে মাসে লঞ্চ হতে পারে। এরপর জুলাই মাসে আরও 3টি HMD স্মার্টফোন মার্কেটে আসতে পারে।

ইউজার নিজে সারাতে পারবেন HMD Phone

এইচএমডি ব্র্যান্ড আগেই জানিয়ে দিয়েছে তাঁরা ‘Repair at Home’ ডিভাইস পেশ করবে। অর্থাৎ এই ব্র্যান্ডের ফোনগুলি এমনভাবে তৈরি হবে যার ফলে ব্যবহারকারীরা তাদের ফোনের সমস্যা বা পার্টগুলি নিজেই ঘরে বসে ঠিক করতে পারবেন। ছোট সমস্যার জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে না। এইচএমডি ফোন বক্সে ‘রিপেয়ারিং টুল কিট’ দেওয়া হবে, এর মধ্যে ইউজার ফ্রেন্ডলি যন্ত্রপাতি থাকবে।

সস্তায় পাওয়া যাবে HMD Phone

কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে বর্তমানে তারা হাই বাজেট মোবাইল ফোন লঞ্চ করবে না। আগামী এচএমডি স্মার্টফোনগুলি সস্তা হবে এবং মিড-রেঞ্জ সেগমেন্টে পেশ করা হবে। ভারতে এই মোবাইল ফোনগুলির দাম 12,000 টাকা থেকে শুরু হতে পারে এবং 18 বা 20,000 টাকা পর্যন্ত চলতে পারে বলে আমরা মনে করছি। তবে এইচএমডি ফোনগুলির নাম, লঞ্চের তারিখ এবং দাম সম্পর্কিত তথ্যের জন্য কোম্পানির আগামী অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here