সামনে এল Honda Activa EV এর সম্ভাব্য লঞ্চ ডিটেইলস, জানিয়েছেন স্বয়ং কোম্পানির CEO

Highlights

  • Honda Activa EV লঞ্চ হবে 2024 সালের মার্চ মাসে।
  • কোম্পানির CEO Atsushi Ogata কোম্পানির EV রোডম্যাপও প্রকাশ করেছেন।
  • Honda Activa EV এর টপ স্পিড 50 kmph হতে পারে।

শীঘ্রই Honda Activa EV এর জন্য গ্রাহকদের অপেক্ষা শেষ হবে বলে মনে করা হচ্ছে। আসলে, Honda Activa-এর পেট্রোল ভার্সন লঞ্চ করার সময় সম্প্রতি কোম্পানির CEO Honda Activa EV লঞ্চ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। Honda Motorcycle and Scooter India (HMSI) এর MD এবং CEO Atsushi Ogata কোম্পানির EV রোডম্যাপ সম্পর্কে তথ্য দিয়েছেন। তাঁর মতে, Activa EV আগামী বছর অর্থাৎ মার্চে 2024-এ লঞ্চ হতে পারে। তবে লঞ্চের তারিখ সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই ঘোষণার Activa EV এর জন্য অপেক্ষারত গ্রাহকরা নিশ্চয়ই খুশি হয়েছেন। আরও পড়ুন: 4 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে একটি ধামাকাদার স্মার্টফোন, লো বাজেটে পাবেন 5G কানেক্টিভিটি

Activa EV এর টপ স্পিড

ইতিমধ্যেই অনুমান করা হচ্ছিল যে ভারতের জন্য Honda-এর প্রথম EV হবে তাদের বেস্টসেলিং Activa স্কুটারের ইলেকট্রিক ভার্সন। সম্প্রতি কোম্পানির CEO নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে Activa EV তার ICE বেসড ভার্সনের মতো জনপ্রিয় হবে কিনা সেটা দেখার বিষয়।এছাড়াও Ogata প্রকাশ করেছেন যে এতে একটি নির্দিষ্ট ব্যাটারি সেট-আপ থাকবে এবং এর টপ স্পিড 50 কিমি প্রতি ঘণ্টা হবে।

রিপোর্ট অনুযায়ী, কোম্পানি Activa EV-এর পর আরেকটি ইলেকট্রিক স্কুটার আনবে, যেটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। এই দ্বিতীয় মডেলটি একটি Swappable ব্যাটারি সেট আপ সাপোর্ট করবে এবং মার্কেটে উপলব্ধ অন্যান্য ইলেকট্রনিক স্কুটারগুলিকে জোরদার টক্কর দেবে। স্কুটার থেকে সেরা পারফরম্যান্স দেবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Moto G53 5G স্মার্টফোনের দাম, জেনে নিন বিস্তারিত

Ogata বলেছেন, “গত কয়েক বছর ধরে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে EV প্রোগ্রামে বিনিয়োগ করা কোম্পানির জন্য জরুরী বিষয় ছিল না, কিন্তু মার্কেটের ক্রমবর্ধমান চাহিদার সাথে, আমরা পরের বছর EV সেগমেন্টে প্রবেশ করতে চলেছি।”

এছাড়াও Ogata বলেছেন যে HMSI চীন থেকে Honda এর যে কোনও EV প্রোডাক্ট নিয়ে প্রথমে ভারতীয় মার্কেটে আসতে পারে। গত ছয় মাসে, কোম্পানিটি ই-মোটরের পাশাপাশি ব্যাটারিকে স্থানীয়করণের ব্যবস্থা করার দিকেও মনোনিবেশ করছে এবং 2023-’24 অর্থ বছরে তাদের বিনিয়োগের বেশিরভাগ অংশ ICE টু-হুইলার উৎপাদনের জন্য ব্যবহার করা হবে। এছাড়াও বলা হয়েছে যে Activa EV তে ফিক্সড ব্যাটারি সেটআপ দেওয়া যেতে পারে। Activa EV এর রেঞ্জ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: বছরের শুরুতেই সুখবর! এখন Airtel-এর এই লো বাজেট প্ল্যানগুলিতেও পাবেন Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here