কিভাবে ডাউনলোড করবেন কারোর WhatsApp Status? আর প্রয়োজন নেই স্ক্রিনশট নেওয়ার

আজকের দিনে দাঁড়িয়ে হোয়াটস‌অ্যাপ ভারতসহ গোটা বিশ্বের সবচেয়ে বেশি ব‍্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপে পরিণত হয়েছে। ইউজারদের সুবিধার জন্য কোম্পানিও মাঝে মধ‍্যেই নতুন নতুন ফিচার লঞ্চ করে থাকে। এমনই একটি ফিচার হল WhatsApp Status, যা অত্যন্ত কম সময়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে নিয়েছে। এই ফিচার ব‍্যবহার করে নিজের পছন্দসই ছবি, ভিডিও বা টেক্সট অন‍্যান‍্য ইউজারদের দেখানো যায় যা 24 ঘন্টা পর নিজে থেকেই ডিলিট হয়ে যায়। এই ধরনের ফিচার অন‍্যান‍্য ম‍্যাসেজিং অ্যাপেও আছে কিন্তু তা হোয়াটস‌অ্যাপের মতো এত জনপ্রিয় নয়।

অনেক সময় এমন হয় কোনো বন্ধু বা পরিচিতের WhatsApp Status আমাদের ভালো লেগে যায়। সাধারণত আমরা স্ক্রিনশটের মাধ্যমে স্ট‍্যাটাস ধরে রাখি। কিন্তু ঠিক করে স্ক্রিনশট নিতে না পারলে তাতে ইউজারের নাম ও অন‍্যান‍্য তথ্য ক‍্যাপচার হয়ে যায়, ফলস্বরূপ ক্রপিঙের দ্বারস্থ হতে হয়। তাই আজ আমরা এমন একটি ট্রিক সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যার সাহায্যে যে কোনো ইউজারের WhatsApp Status ডাউনলোড করা যায়।

কিভাবে ডাউনলোড করবেন WhatsApp Status?

  1. প্রথমে হোয়াটস‌অ্যাপ ওপেন করে সেই ছবি বা ভিডিওটি দেখুন যেটি আপনি ডাউনলোড করতে চান।
  2. এরপর নিজের ফোনের ‘File Manager’ অ্যাপ ওপেন করুন। তবে মনে রাখবেন, বিভিন্ন কোম্পানির ফোনে এই অ্যাপের নাম আলাদা আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ স‍্যামসাং স্মার্টফোনে ফাইল ম‍্যানেজারের নাম ‘My Files’।
  3. এরপর অ্যাপ সেটিংস পেজে গিয়ে ‘Show hidden system files‘ এ ক্লিক করুন।
  4. এবার অ্যাপের হোম পেজে গিয়ে ‘Internal Storage‘ সিলেক্ট করুন। এরপর WhatsApp > Media > .Statuses ফোল্ডার ওপেন করুন।
  5. উপরোক্ত ‘.Statuses‘ ফোল্ডারে আপনার দেখা সমস্ত WhatsApp Status এর ফোটো ও ভিডিও দেখতে পাবেন।
  6. এবার সেই ফোটো বা ভিডিওগুলি লং প্রেস করে সেভ করে নিন যেগুলি আপনি ডাউনলোড করতে চান।

কোনো ছবি স্ট‍্যাটাসে থাকলে তা সহজেই স্ক্রিনশট নিয়ে ধরে রাখা যায়। কিন্তু সমস্যা তো তখন শুরু হয় যখন কোনো ভিডিও সেভ করার প্রশ্ন ওঠে। কারণ স্ক্রিনশটের মতো কোনো সহজ উপায়ে ভিডিও ধরে রাখা যায় না। কিন্তু আমাদের বলা উপরোক্ত পদ্ধতির মাধ্যমে ভিডিও স্ট‍্যাটাস‌ও ধরে রাখা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here