এখন কম্পিউটার-ল‍্যাপটপ থেকেও করা যাবে WhatsApp Voice এবং Video Call, জেনে নিন পদ্ধতি

ভারতসহ গোটা বিশ্বের অন‍্যতম জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ WhatsApp প্রায়ই কোনো না কোনো নতুন ফিচার লঞ্চের মধ্যে দিয়ে নিজেকে আরও আকর্ষণীয় এবং ইউজারদের খুশি করে তোলে। প্রথমে শুধুমাত্র ফ্রি চ‍্যাটিঙের মধ্য দিয়ে শুরু করার পর ধীরে ধীরে ফোটো, ভিডিও ও কন্টেন্ট শেয়ারিং এবং বর্তমানে ভয়েস কল ও ভিডিও কল ফিচার পর্যন্ত এতে চলে এসেছে। তবে এখানেই কিন্তু হোয়াটস‌অ্যাপ থেমে থাকেনি। ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে কোম্পানি প্রায়ই নতুন নতুন আপডেটে কাজ করে চলেছে। এবার হোয়াটস‌অ্যাপ ভারতে Desktop Calling ফিচার সেল‌আউট করে দিয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা মোবাইল ফোন ছাড়াই ডেক্সটপ বা ল‍্যাপটপের মাধ্যমে হোয়াটস‌অ্যাপ ভয়েস কল ও ভিডিও কল করতে পারবেন।

ল‍্যাপটপ ও কম্পিউটারে হোয়াটস‌অ্যাপ ওয়েব ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এরপর নিজের ফোনের হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে ডেক্সটপে লগইন করতে হবে। এতদিন এর হোয়াটস‌অ্যাপ ওয়েব ব‍্যবহার করে শুধুমাত্র চ‍্যাটিং করা যেতো, কিন্তু বর্তমান এর সাহায্যে ল‍্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে হোয়াটস‌অ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যাবে। অর্থাৎ আশেপাশে যদি নিজের ফোন নাও থাকে তবু হোয়াটস‌অ্যাপ এর এই ফিচার ব‍্যবহার করে বিনামূল্যে কল করা যাবে।

কিভাবে করবেন WhatsApp Desktop Calling?

  1. প্রথমেই ল‍্যাপটপ বা কম্পিউটারে হোয়াটস‌অ্যাপ ইনস্টল করে এতে লগইন করুন।
  2. হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট লগইন করার জন্য মোবাইল অ্যাপে QR Code স্ক‍্যান করে Link a Device করতে হবে।
  3. এবার হোয়াটস‌অ্যাপের সেই কন্ট‍্যাক্টে যান যাকে কল করতে চাইছেন। এখানে চ‍্যাটের ওপরের ডানদিকে কলিং অপশন রয়েছে।
  4. এখানে ভয়েস কল ও ভিডিও কল উভয় অপশন পাওয়া যাবে। যে ধরনের কল করতে চাইছেন সেই অপশনে ক্লিক করুন।
  5. এখান থেকে একবার ভয়েস কল করার পর প্রয়োজন হলে সেটি ভিডিও কলে সুইচ‌ও করা যাবে।

যেসব মানুষ দিনের বেশিরভাগ সময় ডেক্সটপ বা ল‍্যাপটপের সামনে বসে কাটান এই ফিচার তাদের সবচেয়ে বেশি সুবিধার হবে। কোনো ডেক্সটপ ডিভাইস ব‍্যবহারের সময় বারবার হাতে ফোন নিয়ে হোয়াটস‌অ্যাপ চেক করতে হবে না। চাইলে ইউজার তাঁর ফোন সাইলেন্ট করে পাশের ঘরেও রেখে দিতে পারেন এবং কেউ যদি হোয়াটস‌অ্যাপে ম‍্যাসেজ বা কল করেন ফোন স্পর্শ না করেও তাতে রেসপন্স করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here