গত ডিসেম্বর মাসে আইকু তাদের সবচেয়ে শক্তিশালী ফোন হিসাবে iQOO 12 লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে iQOO 12 Desert Red Anniversary Edition পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি বিশেষ করে কোম্পানির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বাজারে আনা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে রেড লেদার ফিনিশ দেওয়া হয়েছে। এই ফোনের দাম এবং সেল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
iQOO 12 Anniversary Edition ফোনের দাম এবং সেল
- ভারতের বাজারে iQOO 12 Desert Red Anniversary Edition ফোনটি দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে।
- ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 52,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 57,999 টাকা রাখা হয়েছে।
- আগামী 9 এপ্রিল থেকে এই ফোনটি শপিং সাইট আমাজন এবং ব্র্যান্ডের সাইটের মাধ্যমে সেল করা হবে।
- লঞ্চ অফার হিসাবে এই ফোনটি কেনার সময় HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া এই ফোনের সঙ্গে 9 মাসের নো কস্ট EMI অপশন রয়েছে।
- জানিয়ে রাখি এই ফোনটি নতুন এডিশন ছাড়া লেজেন্ড এবং আলফা কালারে সেল করা হয়।
iQOO 12 Anniversary Edition ফোনের স্পেসিফিকেশন
এই নতুন মডেলের স্পেসিফিকেশন আগের iQOO 12 ফোনের মতোই। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।
- ডিসপ্লে: iQOO 12 Anniversary Edition ফোনে 1260 × 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির LTPO AMOLED ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশরেট, 3000 নিটস পীক ব্রাইটনেস, 20:9 আসপেক্ট রেশিও, HDR10+ এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে ফাস্ট স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হয়েছে। এতে সুন্দর গ্রাফিক্সের জন্য Adreno 750 জিপিইউ রয়েছে। এছাড়া গেমিং ও অন্যান্য হেভি প্রসেসিঙের জন্য এতে Q1 চিপও রয়েছে।
- স্টোরেজ: এই ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে।
- ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50-মেগাপিক্সেল ওমনিভিশন OV50H প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 64-মেগাপিক্সেল OV64B টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ওয়্যার্ড চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
- ওএস: iQOO 12 Anniversary Edition ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএস 4.0 সহ লঞ্চ করা হয়েছে।