iQOO তাদের নতুন ফ্ল্যাগশিপ iQOO Neo 10 Pro+ স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। 20 মে চীনে আপকামিং ফোনটি লঞ্চ কয়রা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর অফিসিয়াল চ্যানেলে এই বিষয়ে তথ্য শেয়ার করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন ফোনটি BMW M Motorsport এডিশনে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10 Pro+ ফোনের ডিটেইলস সম্পর্কে।
iQOO Neo 10 Pro+ এর ডিটেইলস
- iQOO Neo 10 Pro+ ফোনটি একটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি এই ক্যাটাগরিতে 2K OLED ফ্ল্যাট ডিসপ্লে এবং Snapdragon 8 Elite চিপসেটের কম্বিশনে একমাত্র স্মার্টফোন।
- লিক অনুযায়ী iQOO Neo 10 Pro+ ফোনটিতে 6.82 ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে দুর্দান্ত ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
- ফোনটিতে 120W ফাস্ট ওয়ার্ড চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh ব্যাটারি সাপোর্ট করবে। এই ফোনটি AnTuTu বেঞ্চমার্ক টেস্টে 3.3 মিলিয়ন স্কোর পেয়েছে বলে জানা গেছে।
- ডিজাইন: আসন্ন ফোনটিতে iQOO এর সিগনেচার স্টাইলের ধারা বজায় রাখা হবে। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাট ফ্রেম অ্যাজেস থাকবে। এই ফোনের মিড ফ্রেমটি প্ল্যাস্টিক দিয়ে তৈরি, তবে ব্যাক প্যানেল গ্লাসের হবে। অন্যদিকে ফোনটি Black, White এবং Super Pixel এর মতো তিনটি আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করা হবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 Pro+ ফোনটির ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা থাকবে। তবে ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর (OIS ফিচারযুক্ত) এবং একটি 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।
- সিকিউরিটি: সিকিউরিটির জন্য আপকামিং ফোনটিতে আল্ট্রা সোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
দাম এবং অন্যান্য প্রোডাক্ট
রিপোর্ট অনুযায়ী iQOO Neo 10 Pro+ ফোনটি চীনে প্রায় 3,500 ইউয়ান (অর্থাৎ প্রায় 40,000 টাকা) দামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। ফোনটি চীনের বাইরে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। জানিয়ে রাখি ফোনটির লঞ্চ ইভেন্টে অন্যান্য প্রোডাক্টও পেশ করা হবে। এতে iQOO Pad 5, Pad 5 Pro, Watch 5, TWS Air 3, 33W পাওয়ার ব্যাঙ্ক এবং Magnetic Cooling Clip Pro এর মতো প্রোডাক্টগুলি রয়েছে।