লিক হল iQOO Z8 ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ নতুন iQOO ফোন লঞ্চ হতে পারে।
  • এই ফোনে 144Hz রিফ্রেশরেট সহ একটি ডিসপ্লে পাওয়া যাবে।
  • এই ফোনে 120W ফাস্ট চার্জিং দেওয়া হবে।

iQOO তাদের Z-সিরিজ প্রসারিত করে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। অনুমান করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই iQOO Z8 স্মার্টফোনটি মার্কেটে আনতে পারে। বেশ কিছুদিন ধরেই ফোনটি নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি একটি নতুন লিক রিপোর্টে ফোনটির প্রধান কিছু স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন Gmail অ্যাকাউন্ট তৈরি করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি

iQOO Z8 স্মার্টফোন (লিক)

ডিজিটাল চ্যাট স্টেশন iQOO Z8 ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ভারতের শীর্ষস্থানীয় টিপস্টার অভিষেক যাদবও এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে পারে। এছাড়াও, প্রথমে এই স্মার্টফোনটি দেশীয় মার্কেট চীনে লঞ্চ করা হবে। তারপর অন্য মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে।

iQOO Z8 ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: এই ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে তথ্য পাওয়া যায়নি, তবে ইউজাররা 144hz রিফ্রেশরেট সহ একটি IPS LCD ডিসপ্লে পেতে পারেন।
  • প্রসেসর: এই ফোনে শক্তিশালী পারফরম্যান্সের জন্য কোম্পানি Dimensity 8200 প্রসেসর দিতে পারে।
  • স্টোরেজ: এই স্মার্টফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে 2440mAh ডুয়াল সেল ব্যাটারি থাকতে পারে অর্থাৎ ফোনটিতে মোট প্রায় 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।
  • ক্যামেরা: এই ডিভাইসটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। টিপস্টার ক্যামেরা ফিচার সম্পর্কে আর কোন ডিটেইলস জানাননি।
  • অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ডিভাইসটিতে কুলিং টেকনোলজি, ডুয়াল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো অনেক সুবিধা দেওয়া যেতে পারে।
  • OS: এই ফোনটি লেটেস্ট Android 13 OS এ রান করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here