Jio পেশ করল নতুন অফার, মাত্র 699 টাকা দামে পাওয়া যাচ্ছে JioBharat 4G ফোন

এই দীপাবলির মরশুমে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিওর পক্ষ থেকে অসাধারণ নতুন অফার জারি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জারি করা এই অফারের অধীনে জিও ভারত 4জি ফোনে দাম 30 শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এবার এই সস্তা ফোনটি আরও কম দামে কেনা যাবে। তবে এটি লিমিটেড টাইম অফার রয়েছে এবং এই অফারে 999 টাকার জিওভারত ফোনটি মাত্র 699 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে জিওভারত ফোনটি 123 টাকা দামে রিচার্জ করা যাবে। এই এক মাসের ট্যারিফ প্ল্যানে আনলিমিটেড ফ্রি ভয়েস কল, 14জিবি ডেটা বেনিফিট পাওয়া যায়।

এখান থেকে কেনা যাবে JioBharat 4G Phone

অনলাইন প্ল্যাটফর্ম Jiomart এবং শপিং সাইট Amazon এর মাধ্যমে JioBharat K1 ফোনটি 699 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে রিলায়েন্স ডিজিটালের মাধ্যমেও ফোনটি কম দামে কেনা যাবে। এই ফোনটি Grey & Red, White & Red এবং Black & Grey এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।

JioBharat4G ফোনের ফিচার

  • JioBharat K1 Karbonn এবং JioBharat V2 4G ফোনে 1.77 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
  • উভয় Jio 4G ফোনে ডিজিটাল রেয়ার ক্যামেরা, 1,000mAh ব্যাটারি এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
  • এই ফোনে Jio নেটওয়ার্ক ব্যাবহার করা যায় এবং একইসঙ্গে বিনোদনের জন্য JioCinema এবং UPI সার্ভিসের জন্য JioPay অ্যাপ প্রিলোডেড রয়েছে।
  • ইউজারদের ভিডিও, ফটো ও ম্যাসেজ শেয়ার করার সুবিধার জন্য এই ফোনে JioChat রয়েছে।
  • JioBharat K1 Karbonn এবং JioBharat V2 4G ফোন কল রেকর্ডিং, 23 ভাষা এবং লাইভ টিভি চ্যানেল সাপোর্ট করে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি এমন একটি ফোন যেখানে 2জি থেকে 4জি তে শিফ্ট করা যাবে। এছাড়াও 455 থেকে বেশি লাইভ টিভি চ্যানেল, মুভি প্রিমিয়ার এবং নতুন ফিল্ম, ভিদ্যই শো, লাইভ সাপোর্ট প্রোগ্রাম, জিওসিনেমার হাইলাইট, ডিজিটাল পেমেন্ট, QR কোড স্ক্যানের মতো বেনিফিটগুলি এই ফোনে পাওয়া যায়। একইসঙ্গে এই ফোনে জিও পে এবং জিও চ্যাটের মতো প্রিলোডেড অ্যাপও রয়েছে।

JioBharat 4G ফোনের 123 টাকা দামের রিচার্জ প্ল্যান

  • জানিয়ে রাখি জিওর 123 টাকা দামের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানে 28 দিনে মোট 14GB ডেটা সুবিধা দেওয়া হয়।
  • অর্থাৎ ইউজাররা প্রতিদিন মাত্র 500MB ডেটা ব্যাবহার করতে পারবেন। এছাড়া এই প্ল্যানে 28 দিন পর্যন্ত যেকোনো অন্য নাম্বারে ফ্রি ভয়েস কল এবং 300 SMS এর বেনিফিট পাওয়া যায়।
  • এছাড়াও এই প্ল্যানে JioSaavn Subscription, JioCinema Subscription এবং JioTV এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

এই রিচার্জ প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য ভ্যালিউ ফর মানী প্ল্যান, যেসব গ্রাহকরা কম ডেটা ব্যাবহার করেন এবং বেশি ভয়েস কল করে থাকেন। আমরা আগেই জানিয়েছি এই প্ল্যান শুধুমাত্র সেইসব ইউজাররাই রিচার্জ করতে পারবেন, যেসব ইউজাররা জিও ভারত ফোন ব্যাবহার করেন। এই প্ল্যানটি নরমাল গ্রাহক এবং জিওফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।

এই প্ল্যান ছাড়াও জিওভারত গ্রাহকদের জন্য আরও দুটি 234 টাকা এবং 1,234 টাকা দামে রিচার্জ প্ল্যান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here